- বই : মহানবির জীবনপঞ্জি
- লেখক : মুসা আল হাফিজ
- প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
- বিষয় : সীরাতে রাসূল (সা.)
- পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার
‘মহানবির জীবনপঞ্জি’ মূলত প্রিয় নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র জীবনভিত্তিক একটি কোষগ্রন্থ। এককথায় অনন্য শ্রমনিষ্ঠ সুচয়িত সুলিখিত একটি বই। বাংলা ভাষায় সিরাতচর্চার ইতিহাসে এক ব্যতিক্রমী, অপ্রতিদ্বন্দ্বী ও অনবদ্য সংযোজন এটি।
কী তথ্যে, কী বর্ণনায়, কী নতুনত্বে, কী বিনয়ে, কী নিষ্ঠায়, কী যাথার্থ্যে, কী সাহিত্য-সম্মোহনে—একটি প্রামাণিক ও আকরগ্রন্থ হিসেবে এ বইয়ে নবিপ্রেমের যে প্রগাঢ় উন্মীলন ঘটেছে, তা এককথায় ঈর্ষণীয়।
এটি প্রথাগত কোনো বই নয়। প্রিয় নবিজির জীবনীর প্রতিটি প্রভাবশালী ঘটনা ও পদক্ষেপ এখানে অঙ্কিত। যা আপনি অনেকদিন ধরেই ব্যাকুল হয়ে খুঁজে চলেছেন হাজারো কিতাবের পাতায়, তা আপনি অনায়াসে এখানে হাতের মুঠোয় পেয়ে যাবেন—এমনই দুর্লভ ও অসাধারণ এক সিরাত সংকলন এটি।
প্রিয় পাঠক, আসুন, ঈমানদীপ্ত এই বইয়ের অধ্যয়ন এবং সিরাতের অনুবর্তিতার মাধ্যমে আমরাও নবিপ্রেমের সাচ্চা দাবিতে আরও যত্নশীল, আরও তাজা হয়ে উঠি। নিজেদের জংধরা ঈমানকে নওল সূর্যের আলোয় রাঙিয়ে তুলি। ‘মহানবির জীবনপঞ্জি’ বাঙালির প্রতিটি ঘরে ঘরে পঠিত ও সমাদৃত হোক—এই প্রার্থনা।
মুসা আল হাফিজ। এ নামের সঙ্গে আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এদেশে চিন্তা ও সাহিত্যাঙ্গনে তিনি এক বরেণ্য নাম; এই সময়ে বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তির অন্যতম কণ্ঠস্বর। তার সহৃদয় ভালোবাসা পেয়ে মুহাম্মদ পাবলিকেশন তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু করুন। তার ছায়া আমাদের জন্য আরও প্রসারিত করুন।
বইটি প্রকাশে যথাসাধ্য সৌন্দর্য বিধানে চেষ্টা করেছি। ভুল এড়াতে যত্নবান থেকেছি। আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করুন৷ আল্লাহ মহাপবিত্র, খুঁতহীন ও সর্ব ত্রুটিমুক্ত। সকল প্রশংসা কেবলই তাঁর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি, ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম।
—মুহাম্মদ আবদুল্লাহ খান ১১ জুন ২০২২ খ্রি.
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?