জীবন যখন করুণাধারায় আসে
নেকড়ের দাঁত লজ্জায় মরে যায়
তোমাকে খুঁজবো বুড়িবালামের গ্রামে
দুনিয়া কপানো দিনের আকাঙ্খায়।
আমি দীন কবি, দিন বেচে খুদ খাই,
ভালোবাসা খুঁজি ডালে, ঝোলে,আলুভাতে,
শেষ গোধূলিতে, আমের শীর্ষ শাখায়,
বিকেল যখন বৈশাখী ঝড়ে মাতে।
ও জীবন, তুমি প্রকৃতি ও পুরুষের,
ঘর বাঁধাবাঁধি সুজনের কাছাকাছি
নুন, লেবু, জল, কাঠাঁল কাঠের পিঁড়ি,
দম নিয়ে বলো আছি আছি, বেঁচে আছি।
(সংক্ষিপ্ত)
বইঃ মনে থাকবে
লেখকঃ আরণ্যক বসু
ধরনঃ কাব্যগ্রন্থ
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন
Leave a comment