বই রিভিউ পোস্ট
বইঃভিতরে ভিন্ন কেউ।
লেখিকাঃনুসরাত জাহান।
প্রকাশনী:স্বরবর্ণ
মলাট মূল্য:২৩০ টাকা
রিভিউ লিখেছেন:তারেক হোসাইন
বইটি তাদের জন্য যারা রোমান্টিক প্রেম ও রহস্যময় গল্প পছন্দ করেন।
প্রথমতো বইটি বাবা এবং মেয়ের পারিবারিক জীবনের গল্পের মধ্যে দিয়ে সূচনা হলেও ধিরে ধিরে এইটি রূপ নেয় এক রহস্যময় গল্পের দিকে।
মিতুর কলেজ জীবনের সূচনা অতঃপর দীর্ঘদিন লালিত প্রেমের স্পর্শ খুঁজে পাওয়া।
সেই প্রেম যতোই গভীর হচ্ছে ঠিক ততোই রহস্য জমে উঠছে।
এই যেন প্রেমের কবিতা গুলোর মতোই রহস্য ও ছন্দ খুঁজে পাচ্ছে, যেমন করে মিতু বলতো..
‘আমি চাই আমার প্রিয় মানুষটির
খুব দূরত্ব বাড়ুক,
সেই দূরত্বে প্রিয় মানুষটি একটুখানি আমার
গুরুত্ব উপলব্ধি করুক।
অতঃপর কাঙ্ক্ষিত মানুষটির স্পর্শে মিতুর হৃদয় তার উষ্ণতা খুঁজে পেলেও কে জানতো সেই উষ্ণতা যে একদিন তাকে কঠিন বরফের মতোই শীতল করে দিবে।
এতোটাই শীতল করে দিবে যে সে চাইলেও আর তার কাঙ্ক্ষিত মানুষটির জন্য কোন কবিতা লিখতে পারবে না, পারবে না মানুষটিকে নিয়ে তার হৃদয়ে গহীনে লুকিয়ে রাখা জমানো কথা গুলো বলে যেতে।
একটি পুরানো ক্ষত আরো কয়েকটি ক্ষতের জন্মদে আদিকাল থেকেই এই গল্পটিও তার ভিন্ন নয়।ইতিহাস পূনরায় আবৃত্তি হয় মনের মাঝে লালিত ক্ষত মানুষকে হিংস্র করে তোলে আর এই সকল রহস্যময় সৃষ্টি হয় নারীকে কেন্দ্র করেই আবার নারীর প্রেম দিয়ে সেই রহস্য উদঘাটন হয়।
পুরুষের লোভনীয় মনের তৃষ্ণা আর নারীর প্রেম পৃথিবীর সকল কিছুই তুচ্ছ করে দেখে।
এই গল্পটিও ঠিক এমন একটি গল্প নিয়ে রচিত।
অবশেষে বলতেই হয় “ভিতরে ভিন্ন কেউ “বইটি আপনাকে হাতাশ করবে না,যদি আপনি রহস্যময় গল্প প্রেমিক হয়ে থাকেন।
তাই সব রহস্য উদঘাটন হলেও হৃদয়ের কিছু ক্ষত চিরকাল থেকে যায়,
আর সেই হৃদয় দীর্ঘশ্বাসে অপ্রকাশিত কিছু অনুভূতি বাঁচিয়ে রাখে শব্দের অনুকরণে…
তার জন্য আমার বুক পকেটের বোতাম
সর্বদা রাখবো আমি খোলা,
সে না ফিরলেও আমার হৃদয়
কোণে জামানো
ভালোবাসা অন্ততকাল থাকবে
তার জন্য তোলা।
Leave a comment