বইঃ ভাবনায় সাবধান
লেখকঃ সাদেক মুকুল
ধরনঃ আত্ম উন্নয়ন মূলক
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন
‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকাটুকুই সত্যি, বাকি সব ধারণা বা শোনা কথা ‘।
‘ ভাবনায় সাবধান ‘ আমার প্রিয় তিনটি বইয়ের একটি। বইটি খুব অল্পসময়ের মধ্যে আমার মনে নিজের জন্য জায়গা করে নিয়েছে। লেখক সাদেক মুকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগে লেখাপড়া শেষ করেন। বর্তমানে তিনি পেশায় একজন চিত্রকর।
চিত্রকর সাদেক মুকুল দৈনন্দিন জীবনে পেশায় একজন চিত্রকর হলেও তার অসাধারণ সৃষ্টি ‘ ভাবনায় সাবধান ‘ গ্রন্থে সে একজন ভাবুক সাধক। ‘ ভাবনায় সাবধান ‘ বইটি হাতে পাওয়া মাত্রই বইয়ের নাম নিয়ে রীতিমতো একটা দ্বিধায় পড়ে যাই। আমার মনে হলো স্বভাবতই নামটা ‘ ভাবনায় সমাধান’ হওয়া উচিৎ। ভাবলাম হয়তো প্রিন্ট করতে গিয়ে কোন ভুল ত্রুটি হয়েছে। কিন্তু ভেতরে স্যারের এই লেখাটা আমার ভাবনাকে সম্পুর্ন বদলে দিলো-
“আমাদের মনের দুটি দিক আছে। একটি সচেতন অন্যটি অবচেতন।
সচেতন মনের ভাবনা অবচেতনেও ছাপ ফেলে। অবচেতন মনের কাজ হল সচেতন মনের ভাবনাকে বাস্তবে রুপ দেওয়া। তাই ভাবনায় সাবধান না হলে সচেতন মনের ফালতু ভাবনাগুলোও বাস্তবে রুপ নিতে পারে। অতএব ‘ ভাবনায় সাবধান ‘।
বইয়ে ভালো লাগে নি এমন শব্দ বা লাইন নেই বললেই চলে। বইয়ের ভেতরকার সুন্দর কয়েকটি লাইন নিচে দেওয়া হলোঃ
-আত্মস্বচ্ছতা ব্যক্তির অমূল্য সম্পদ।
-বহু সাধনার ধন, একটি বিকারশূন্য পাথর মন।
-চোখ বন্ধ করে দেখো, স্থান ও কাল অতিক্রম করতে পারবে।
-বিশ্বাসে ঈশ্বর মিলে, তর্কে নাহি পায়।
-কিছু মানুষ সুখের চেয়ে দুঃখ ভালোবাসে, বেড়াল পোষার মতো করে দুঃখ পোষে।
-মনে ক্রোধ থাকলে শুদ্ধ প্রেম থাকতে পারে না, মানবতাই শুদ্ধ প্রেম।
-শিক্ষিত হয়ে স্বার্থান্বেষী বুদ্ধিমান হয়ো না, বিবেকবান হও।
-আত্মা মানে সূক্ষ্মাতিসূক্ষ্ম আমি, এই আমির মৃত্যু নেই।
-আত্মা দর্শনই আল্লাহ দর্শন।
–মৃত্যু মানে জৈবিক অনস্তিত্বে আত্মার ক্ষণিক মুক্তি।
-সুগন্ধি ফুল কাদায় ফুটলেও সুগন্ধ নিয়েই ফোটে।
-আঁধার আছে বলেই আলোর অস্তিত্ব প্রমাণিত।
-শূন্যতাই আসল পূর্ণতা।
৮০ পৃষ্ঠার ছোট্ট বই জুড়ে রয়েছে এমন অজস্র আদর্শ ও নির্দেশনাবলি। যার দ্বারা সবরকম পরিস্থিতিতে থমকে না থেকে সাচ্ছন্দ্যে সময়ের গতিতে জীবনকে এগিয়ে নেওয়া যায়।
ভাবুক সাধক সাদেক মুকুল তার ‘ভাবনায় সাবধান’ গ্রন্থে প্রথমে কথার তাবিজ প্রকাশ করেছেন, তারপর কথার তাবিজের সম্প্রসারণ করেছেন। বাংলা সাহিত্যে এই কাজটি প্রশংসার দাবিদার। বাংলা সাহিত্যের সময় নিশ্চয়ই এই কথার তাবিজ ও তার সম্প্রসারিত পৃথিবীকে তার যোগ্য আচরণে আশ্চর্য করে তুলবে।
বইটি উৎসর্গ করেছেন লেখক নিজেই নিজেকে।
“নিজেকে নিজেই করেছি বিভাজন,
আমার পাঁচ টুকরো আমিকে তাদের
পরিচর্যাকারিনীসহ পূর্ণ সমর্পণ।”
বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২১। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। পৃষ্ঠা সংখ্যা ৮০ টি। বিক্রিত মূল্য ২০০ টাকা।
বইটি হতাশাগ্রস্থ ও আত্মবিশ্বাসহীন লোকেদের জন্য খুবই কার্যকারি একটা বই। খুব দ্রুত না হলেও নিয়মিত এ বই পাঠের পরিবর্তন পাঠক নিজেই ধরতে পারবে। সবকিছু মিলিয়ে ‘ভাবনায় সাবধান’ বইটি আমার দারুণ লেগেছে।
বইটির বাইন্ডিং, প্রচ্ছদ, পৃষ্ঠা সব কিছুই খুব সুন্দর এবং খুব ভালো মানের। এর জন্য অবশ্যই প্রকাশনীকে ধন্যবাদ। সুন্দর এই রিভিউ টি লিখেছেন – অনামিকা সরকার শ্রাবণ।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?