- Title : বেকার জীবনে প্রেম
- Author : জলি আহমাদ
- Publisher : পাণ্ডুলিপি প্রকাশ
- ISBN : 9789849385907
- Edition : 2nd Edition, 2020
- Number : of Pages 96
- Country : বাংলাদেশ
- Language : বাংলা
ছাত্রজীবন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। ভালো লাগা, ভালোবাসা। প্রাপ্ত বয়স। বেকার জীবন। বেকার প্রেমিককে প্রেমীকার পরিবার মেনে না-নেওয়া। প্রেমীকার পরিবার নয়, যেকোনো পরিবারই একজন বেকার যুবকের হাতে তার আদরের মেয়েকে তুলে দিবে না। দেয় না। অথচ একটা সময় পর কোনো যুবক-ই বেকার থাকে না। কেউ তার কর্মস্থান খুঁজে পায়। আবার কেউ নিজেই নিজের কর্মস্থান তৈরি করে।
আমার মতে বেকাররাও বেকার না। প্রতিদিন সকালে একাধিক পত্রিকায় চাকরির বিজ্ঞাপন খোঁজা। CV হাতে ঘুরে বেড়ানো আর প্রেমীকাকে সময় দেওয়াই বেকারের ব্যস্ততা।
প্রেমীকাকে সারাজীবনের জন্য আপন করে কাছে পাওয়ার ‘দৃঢ় ইচ্ছা-ই’ একজন যুবককে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখায় এবং পরিশ্রমী করে তুলে”। যুবকের সেই নির্দিষ্ট সময়ের পূর্বে বা বেকার জীবনে যখন অন্য কোনো চাকুরিজীবী বা প্রভাবশালী ব্যক্তির সাথে প্রেমীকার বিয়ে ঠিক হয়। তখন তারা পরিকল্পনা করে পালিয়ে যাবার, এমনকি যায়ও।
আচ্ছা! তারা কি পালানোর পর না-খেয়ে থাকে? ঘরহীন রাস্তায় রাস্তায় থাকে?
না। রাস্তায় রাস্তায় বা না-খেয়ে থাকে না। তারাও ছোট্ট সংসার সাজায়। খেয়ে বাঁচে। একটা সময় পর তো সেই যুবক একটি যোগ্য-যুবকের চেয়েও যোগ্য স্থানে পৌঁছায়।এমন একটি জীবন্ত গল্পে মলাট বদ্ধ হচ্ছে ”বেকার জীবনে প্রেম” নামক এ বইটি
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?