October 4, 2023

বাবুদের জন্য প্রোগ্রামিং – এখন বাবুরাও করবে কম্পিউটার প্রোগ্রামিং!

এখন বাবুরাও করবে কম্পিউটার প্রোগ্রামিং!
.
আপনি বড় মানুষ, খটাখট কিবোর্ড চেপে ঠুসঠাস কোড লিখে যান। তাই বলে কি ভেবেছেন আর কেউ কোড লিখতে পারে না? এবার বাবুরা আপনাকে দেখিয়ে দেবে বয়সে ছোট হলেও ওরাও পারে প্রোগ্রামিংয়ের জগতে ছুটোছুটি করতে। ওদের শার্প ট্যালেন্ট দিয়ে ওরা সহজেই শিখে ফেলতে পারে প্রোগ্রামিংয়ের অনেক কিছু। আর এই শেখানোর কাজটা করে দিতেই চলে এলো ‘বাবুদের জন্য প্রোগ্রামিং’।
.
এই বইটি লেখাই হয়েছে যাতে বাবুরাও প্রোগ্রামিং করতে পারে, যাতে ওদের এই প্রোগ্রামিং যাত্রা আনন্দময় হয়। বইয়ের ভেতরে লেখিকা দিয়ে দিয়েছেন মজার মজার সব প্রবলেম, যেগুলো সলভ করার মাধ্যমে তারা প্রোগ্রামিংয়ের মৌলিক এবং খুবই কিছু বিষয়ের সাথে পরিচিত হতে পারবে। সমস্যাগুলোর সমাধান তারা নিজে থেকে খোঁজার জন্য চিন্তা করবে। এর ফলে ছোট থেকেই ওদের লজিক বিল্ডিং এবং প্রবলেম সলভিং স্কিলস বাড়তে শুরু করবে। ওরা বড় হবে ক্রিয়েটিভ থিংকিংয়ের মানসিকতা নিয়ে।
.
তাহলে এবার আমাদের বাবুরাও করতে পারবে কম্পিউটার প্রোগ্রামিং। আর হ্যাঁ, চাইলে আপনিও কিন্তু নেড়েচেড়ে দেখতে পারেন। বলা তো যায় না, বাচ্চাদের মজার প্রোগ্রামিংয়ে মজে যেতে পারেন আপনিও!
.
লিংক
বাবুদের জন্য প্রোগ্রামিং
লেখক : প্রাপ্তী রহমান
প্রকাশনী : আদর্শ
অর্ডার করতে ভিজিট করুন: https://www.wafilife.com/?p=414702

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

View all posts by Md Rafsan →