বাটারফ্লাই ইফেক্ট – আমিনুল ইসলাম | Butterfly Effect Aminul Islam

  • বই : বাটারফ্লাই ইফেক্ট
  • লেখক : আমিনুল ইসলাম
  • প্রথম প্রকাশ : ডিসেম্বর, ২০২০
  • দ্বিতীয় সংস্করণ : অক্টোবর, ২০২১
  • প্রকাশনা : সতীর্থ প্রকাশনা
  • প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
  • বানান সংশোধন ও সম্পাদনা : পিয়েল রায় পার্থ
  • অলংকরণ, অক্ষরবিন্যাস ও বর্ণ অলংকরণ : ইসলাম উল্লাস
  • জঁরা : থ্রিলার, সাসপেন্স, এয়ারপোর্ট নভেলা
  • রিভিউ : হাসান মাহমুদ

ছোট একটি ঘটনার ফলাফল অনেক সময় বিশাল হয়ে যায়‌। ক্যাওস নিয়ে অক্সফোর্ডের শর্ট ইন্ট্রোডাকশন‌ পড়ার সময় সেই ঘোড়ার খুড়ের হারিয়ে যাওয়া থেকে যে রাজ্য পর্যন্ত খুইয়ে গিয়েছিল, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সেই কবিতার কথা মনে পড়ে যায়‌।

বাটারফ্লাই ইফেক্ট। বর্তমানে বিজ্ঞান স্বীকৃত এক বিষয়। আফ্রিকার জঙ্গলে কোন প্রজাপতির পাখা ঝাপটানো থেকে পৃথিবীর অপর প্রান্তে সাইক্লোন পর্যন্ত শুরু হতে পারে। ক্যাওস থিওরি নিয়ে আগ্রহের কারণেই এই ব‌ই নিয়ে বসা।

নির্দিষ্ট সময়ে একের পর এক মার্ডার হচ্ছে।‌ প্রমাণসহ অপরাধীও ধৃত করা হচ্ছে। তবে ডিবির তদন্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের মনে এই বিষয়ে গভীর সংশয়। ভাতিজা অর্ক একজন অত্যন্ত মেধাবী সিরিয়াল কিলার বিশেষজ্ঞ। মনের ভিতরকার খচখচ মিটাতে তাঁর ডাক পড়ে। এক‌ই সময়ে তিন মাস পরপর সংগঠিত হ‌ওয়া হত্যাকান্ডের মধ্যে একটি কমন প্যাটার্ন পাওয়া যায়। কিন্তু কে করছে এইসব? কেন‌ই বা করছে? যত‌ই ইনভেস্টিগেশনের গভীরে প্রবেশ করতে থাকে অর্ক তত‌ই ফিরে যেতে হয় এমনকি নিজের অতীতে। যে অতীতের এক আপাত ক্ষুদ্র ঘটনা বদলে দিতে যাচ্ছে সবকিছু। এই আখ্যানে অভিষেক হচ্ছে সবকিছু পাল্টে দেয়ার ক্রীড়নক গডফাদারের।

আমিনুল ইসলামের গডফাদার সিরিজের প্রথম ব‌ই ‘বাটারফ্লাই ইফেক্ট’ এর মাধ্যমে তাঁর লেখনীর সাথে পরিচিত হলাম। এই এয়ারপোর্ট নভেলা এক বসায় পড়ে ফেলার মত দ্রুতগতির গল্পকথন সমৃদ্ধ। লেখক তাঁর প্রথম ব‌ইয়ে গুরুত্বপূর্ণ এই কনসেপ্টের খুব বৈজ্ঞানিক প্রয়োগ না দেখালেও স্টোরিটেলার হিসেবে শেষে এসে দারুন এক টুইস্ট দিয়েছেন। সবাইকে ফিরিয়ে এনেছেন সুদূর অতীতে। শুরু থেকে কিছুটা আঁচ করতে পারলেও আমি নিজেও খানিকটা ঘোল খেয়েছি। লেখনী ভালো লেগেছে তবে ফ্ল্যাশব্যাকের কাহিনীর সময়ের চিত্রায়ন আরো অনেক ভালো হতে পারতো। সেই জায়গায় কিছুটা একঘেয়ে গদ্য কেন এসেছে বুঝতে পারিনি কারণ আমিনুল ইসলাম ভিজ্যুয়ালাইজেশনে ব‌ইয়ের অন্য সব অংশে তো ভালোই লিখেছেন। এই গ্রন্থের আগামী পর্ব ‘গডফাদার’ পড়ার অপেক্ষায় আছি।

আমাদের সবার জীবনেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ঘটে। এর মধ্যে কোন একটির ফলাফল ‘বাটারফ্লাই ইফেক্টের’ কারণে বহু মানুষের জীবনে বয়ে আনতে পারে এক ভয়াবহ সাইক্লোন।

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?