বাংলা সাহিত্যের দশ দিক ll বুক রিভিউ

 

(চেনা লেখক অচেনা জীবন)

বিনোদ ঘোষাল

প্রকাশক: দ্য কাফে টেবল

মুদ্রিত মূল্য: ২০০/-

হার্ডকভার

প্রচ্ছদশিল্পী: কৃষ্ণেন্দু মণ্ডল

লিখেছেন– দেবযানী সরকার।

“মহাজ্ঞানী, মহাজন, যে পথে করে গমন হয়েছেন প্রাতস্মরণীয়…” — এমনই কয়েকজন প্রাতস্মরণীয় ব্যক্তিদের নিয়ে রচিত ‘মনীষীদের ছাত্রজীবন’ নামে একটি বই ছেলেবেলায় বিদ্যালয়ে আমাদের পাঠ্য ছিল। এত বছর পর সেই বইটিরই স্মৃতি যেন উস্কে দিল বাংলা সাহিত্যের দশজন মহীরূহকে নিয়ে লেখা বিনোদ ঘোষালদার ‘বাংলা সাহিত্যের দশ দিক’ বইটি। বইটি পড়তে পড়তে পাঠিকার মন বার বার ফিরে যাচ্ছিল ছেলেবেলার সেই বইটির পাতায়। প্রচ্ছদের রঙ ও অলঙ্করণেও বইদুটির মধ্যে বেশ খানিকটা সাদৃশ্য আছে। তবে বিনোদদার এ বইটির বিষয় কিন্তু শুধুই এই গুণী সাহিত্যিকদের ছেলেবেলা নয়। সাহিত্যজগতে সুপরিচিত এই সুধীজনদের জীবনালেখ্য রচনার ফাঁকে লেখক সফর করেছেন এইসব মহাজনদের জীবনের চেনা-অচেনা অলিগলিতে, লিপিবদ্ধ করেছেন তাঁদের চরিত্রের জানা-অজানা বহু দিক।

পাঠকের সঙ্গে লেখকের প্রথম পরিচয় হয় তাঁর লেখনীর মাধ্যমে। কিন্তু সৃষ্টি ব্যতিরেকেও তো স্রষ্টার একটা সত্ত্বা থাকে। সেই সত্ত্বাটুকু সবসময় পাঠকের চেনা হয়ে ওঠে না। আর বিনোদদার এ বই এখানেই সফল। চেনা মানুষগুলোর জীবনের অচেনা বাঁক, অজানা ঘটনাগুলোকে লেখক এত যত্নে, প্রাঞ্জল ভাষায় তাঁর সুচারু কলমে তুলে ধরেছেন যে পাঠকের চোখে অতি সহজেই এই মহান সাহিত্যিকদের সার্বিক জীবন ও চরিত্রের একটা সুস্পষ্ট রূপ ধরা পড়ে। এমন নিখুঁত গবেষণাধর্মী অথচ মর্মস্পর্শী লেখা পাঠকদের উপহার দেওয়ার জন্য বিনোদদাকে এবং এই অমূল্য মনোমুগ্ধকর কলামগুলিকে একত্র করে দুই মলাটে পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য ‘দ্য কাফে টেবল’-কে অনেক ধন্যবাদ জানাই।

প্রাপ্তিস্থান : Shri Ganesh Creations

Mousumi Club (1st Fl.), 36, Nutanpally, Purba Badhaman

Call : 7407966319 | 7001877312

Wtsp : 7407966319

COD Available

Condition Apply

সারা দেশে বই পাঠানোর ব্যবস্থা আছে

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?