বউ পটানো লেখা : আবদুর রহমান

‘সাজুগুজুর জিনিসপত্র কাদের লাগে জানোই তো। তুমি সুন্দরী মেয়ে, তুমি কী করবা এগুলো?’ লাঞ্চ করতে করতে আমাতুল্লাহকে বললাম।

‘শ্যামলা বলে সব সময় আপনি আসলে অবহেলা করেন আমাকে। নয়তো সামান্য কয়টা টাকা বাঁচাতে এভাবে খোঁচা দিয়ে কথা বলতে পারে কেউ?’ মুখ ভার করে জবাব দিল আমাতুল্লাহ।
হাসতে হাসতে বসা থেকে গড়িয়ে পড়লাম। কত সহজভাবে একটা অপবাদ দিয়ে দিল! মেয়েরা এসব ক্ষেত্রে ভালো অভিনয় করতে পারে অনেক আগেই বুঝেছি। আসল ব্যাপার হচ্ছে, যেভাবেই হোক তার পছন্দের জিনিসটা অবশ্যই চাই। এর জন্য দু-চারটা খোঁচা দিয়ে কথা বলতে তাদের একটুও বাঁধবে না।
হাসি কমলে আমাতুল্লাহর দিকে আড়চোখে তাকালাম। একদৃষ্টে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছে। আকাশে হালকা মেঘ। একদল চড়ুইপাখি আপনমনে উড়ে উড়ে বেড়াচ্ছে। সূর্যটা নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সাদা মেঘ ভেদ করে। 
ওর কি খুব ভালো লাগছে এগুলো দেখতে? না কি আমার কাঁধে অভিমান ভাঙানোর মহান দায়িত্ব চাপিয়ে চুপচাপ ওখানটায় দাঁড়িয়েছে? অবস্থা বুঝে ফিসফিসিয়ে বললাম, ‘ওয়াও! কী সুন্দর লাগছে তোমাকে। রোজ রোজ এখানটায় গাল ফুলিয়ে দাঁড়াবে, কেমন?’
ঝটপট মুখ ঘুরিয়ে তাকাল ও, ‘ঢং দেখলে বাঁচি না। আমার আর খেয়েদেয়ে কাজ নেই, তাই না? উনার জন্য গাল ফুলিয়ে বসে থাকব!’ বলেই হাসি আটকে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল আমাতুল্লাহ।
গল্প : বউ পটানো
লেখা : আবদুর রহমান – Abdur Rahman 
সিরিজ : রুপোলি সংসার
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?