বই: স্পাই স্টোরিজ : এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি।
লেখক: মোজাম্মেল হোসেন ত্বোহা।
প্রকাশনী: স্বরে অ।
অর্ডার করতে ভিজিট করুন: wafilife
(✍️ This article is collected from this book 📚 (All Credit To Go Real Hero The Author of this book 📖) 🙏 Please buy this book hardcopy from anyway.)
কাল্পনিক গোয়েন্দা কাহিনী তো আমরা প্রতিনিয়তই পড়ি। কিন্তু জটিল এই পৃথিবীতে ট্রু স্পাই স্টোরির সংখ্যাই এতো বেশি, সেগুলো পড়তে গেলেই এক জীবন ফুরিয়ে যাওয়ার কথা। ফিকশনের তুলনায় নন ফিকশন স্পাই স্টোরি পড়ার মধ্যে বাড়তি এটা লাভ আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অংশও জানতে পারবেন। মোজাম্মেল হোসেন ত্বোহা‘র প্রথম বই: “স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী” এমনই একটি বই। এর প্রতিটা কাহিনীই সত্য ঘটনা অবলম্বনে এবং সবগুলো কাহিনীর বর্ণনাই শ্বাসরুদ্ধকর।
.
মোট ছয়টা গল্প রাখা হয়েছে বইতে। সবগুলো গল্পের দৈর্ঘ্য গড়ে হাজার পাঁচেক ওয়ার্ডের মতো। এর মধ্যে চারটা গল্পই নেওয়া হয়েছে মূলত প্রশংসিত কিছু নন-ফিকশন থ্রিলার থেকে। আর বাকি দুইটা গল্প লেখা হয়েছে বিভিন্ন ডকুমেন্টারি, আর্টিকেল, লিকড ডকুমেন্টস থেকে তথ্য নিয়ে। সংক্ষেপে বলতে গেলে “স্পাই স্টোরিজ“-এ একই বইয়ের ভেতর আপনি পাচ্ছেন ছয়টা শ্বাসরুদ্ধকর সত্যিকার এসপিওনাজ কাহিনী, যেগুলোতে মূল বইয়ের থ্রিলিং অংশের আমেজ বেশ ভালোভাবেই উঠে এসেছে, কিন্তু যেগুলোতে বইয়ের বাহুল্য অংশগুলো থাকছে না।
.
বই: স্পাই স্টোরিজ : এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি
লেখক: মোজাম্মেল হোসেন ত্বোহা
প্রকাশনী: স্বরে অ
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?