বই : শেষের অশ্রু
লেখক – দাঊদ ইবনু সুলাইমান উবাইদি
অনুবাদক – আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনী – সমর্পণ
পৃষ্ঠা – ৯৮
দাম – ৯০ টাকা (৩০ % ছাড়ে কিনেছিলাম )
রাসুলুল্লাহ সাঃ স্পষ্ট জানিয়ে গেছেন যে পুরুষের জন্য নারী সবচেয়ে বড় ফিতনাহ আর কুরআনেও আল্লাহ বারবার বলেছেন দৃষ্টি সংযোগ আর যিনা থেকে বাঁচতে।
যতই বড় আবেদ বা আল্লাহভীরু হোক না কেন নারীর কাছে এসে অনেকেই হার মেনে যায়। এইরকম একজন আল্লাহভীরু যুবক ছিলেন বাগদাদের ইসরার। একজন অত্যন্ত দ্বীনদার যুবক যে ছিলো এলাকার মধ্যে সবার পছন্দের মানুষ এবং আল্লাহভীরু। নারী ফিতনাহ থেকে বেঁচে থাকতে সব চেষ্টাই করে থাকত সে। সে কিন্তু এত কিছুর পরেও সে একজন গায়িকার ফিতনায় পড়ে যায়। কিভাবে একজন সর্বোচ্চ দ্বীনদার যুবকও মেয়ের ফিতনায় পড়ে যায় সেটা নিয়েই মূলত সাজানো এই বইটি।
শেষের অশ্রু শুধু বাগদাদের ইয়াসারের গল্প নয়। বরং, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য হোঁচট খাওয়া যুবকের গল্প। নারীদের ফিতনাহ কতটা মারাত্মক সেটা এই গল্প থেকেই বোঝা যায়। তাই প্রতিটা যুবকের জন্যই বইটা পড়া দরকার বলে মনে হয়েছে।
জাজাকাল্লাহু খাইরান।