বই: যে জীবন মরীচিকা লেখকঃ শাইখ আব্দুল মালিক আল-কাসিম সমকালীন প্রকাশন

Post ID 111469

বই: যে জীবন মরীচিকা 
লেখকঃ শাইখ আব্দুল মালিক আল-কাসিম
সমকালীন প্রকাশন

আজ এই মুহূর্তে পৃথিবীতে যে ৮০০ কোটি মানুষ জীবিত আছে তাদের কেউই এখন থেকে ১০০ বছর পরে থাকবেনা৷ পড়ে থাকবে তাদের অর্জিত সম্পদগুলো যার বিন্দুমাত্র অংশ কেউ নিয়ে যেতে পারবেনা৷
এই পৃথিবীটা মোটাদাগে দুঃখ কষ্টেরই জায়গা৷ কেউ নিজে সুস্হ কিন্তু তার বাবা-মা অসুস্হ৷ কেউ অধিক সম্পত্তির মালিক কিন্তু তার স্ত্রী-সন্তান নিয়ে সে অসন্তুষ্ট৷ কোন না কোন দুশ্চিন্তা এই পৃথিবীর প্রতিটি মানুষকে আচ্ছন্ন করে রেখেছে৷
কোন সমস্যা না থাকলেও ভবিষ্যতে সে কি করবে,কত ইনকাম করবে,গাড়ি-বাড়ি করবে,অন্যের থেকে কতোটা বেশী উন্নতি করবে এই চিন্তায় বিভোর৷ “ওর ওইটা আছে,আমার নেই” এই চিন্তাতেই দরদর করে ঘামতে থাকি আমরা পৃথিবীর ১০০ ভাগ মানুষ৷ পৃথিবীর কোন মানুষই পরিপূর্ণরুপে সন্তুষ্ট নয়৷
যে যৌবন বার্ধক্যে পরিণত হয় সেটা কেমন যৌবন,যে সুস্হতা হঠাৎই অসুস্হতা দিয়ে প্রতিস্হাপিত হয় সেটা কেমন সুস্হতা,যে হাসি মুহূর্তেই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেটা কেমন আনন্দ সর্বোপরি যে জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় সেটা কেমন জীবন৷ আসলেই এই দুনিয়ার জীবনটা মরীচিকা৷ এখানকার সবই জানি কেমন মিথ্যা৷
আল্লাহ বলেনঃ 
وَ لَا تَمُدَّنَّ عَیۡنَیۡکَ  اِلٰی مَا مَتَّعۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡہُمۡ زَہۡرَۃَ الۡحَیٰوۃِ  الدُّنۡیَا ۬ۙ لِنَفۡتِنَہُمۡ فِیۡہِ ؕ 
আমি তাদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্যস্বরুপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি,আপনি সেই সব বস্তুর প্রতি তাকাবেন না৷ (সুরা ত্ব-হাঃ ১৩১)
 وَ اِنَّ یَوۡمًا عِنۡدَ رَبِّکَ  کَاَلۡفِ  سَنَۃٍ   مِّمَّا  تَعُدُّوۡنَ ﴿۴۷
তোমার রবের একদিন তোমাদের গণনায় সহস্র বছরের সমান।
সুরা হাজঃ ৪৭
তাহলে পরকালের ঐ বিশাল জীবনের পরিবর্তে পার্থিব এই জীবনকে কেনো আমরা এত বেশী গুরুত্বপূর্ণ মনে করছি তা নিয়ে চিন্তার খোরাক রয়েছে নিম্নোক্ত বইটিতে৷
ভবিষ্যতের দুশ্চিন্তায় যারা জর্জরিত কিংবা বর্তমান যে কোন সমস্যায় যারা অতি বিমর্ষচিত্ত তাদের জন্য বইটি হতে পারে প্রতিষেধক৷
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?