বই পড়তে পড়তে নত হবো – নত হতে হতে বড় হবো by monjurul haque

 

কনকর্ড এম্পোরিয়ামে ‘একুশে বই উৎসব-২০২১’ এ গিয়েছিলাম শনিবার। ছোট্ট। ছিমছাম। নিরাভরণ। প্রবেশমুখের স্লোগানটা ভালো লেগেছে- 

“বই পড়তে পড়তে নত হবো – নত হতে হতে বড় হবো”।

নিজেকে কড়া শাসনে রাখি-আর বই কিনব না (কারণ আর কিছু না, কালেকশনে যা আছে তা সব পড়ে শেষ করতে আরও আড়াইশ বছর লাগবে যদি সপ্তায় একটাও শেষ করতে পারি!

তার পরও আর্নেস্ট হেমিংওয়ে-র নির্বাচিত ছোটগল্প আর জাভেদ হুসেন-এর ‘ধ্রপদী উর্দু কবিতা’ কিনতে হলো।

হেমিংওয়ে আগেও ছিল। এটা কিনলাম মূলত ১৬ জন ভিন্ন ভিন্ন অনুবাদকের স্টাইল দেখার জন্য। ইতিমধ্যে নতুন অনুবাদকের গল্প পড়েছি দুএকটা (আজকাল কেন যেন ‘ভাষান্তর’ বা ‘ভাষায়ন’ লেখেন অনেকে)! ভালো লাগেনি।

উর্দু কবিতা সংকলন কিনলাম ‘মীর তকি মীর’ এর কবিতার জন্য। এটা ছিল না। ইকবাল আর গালিব ত্রিশ বছর আগেই কেনা ছিল।

সালমা লুনার গল্পসংকলন কিনেছি। ওটা আগেই শেষ করব।

এত ব্যস্ততার মধ্যে পড়া শুরু করেছি! জানি না শেষ করতে পারব কি-না!

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?