Title | ছোট্ট রাজকুমার pdf download free |
Author | আঁতোয়ান দ্য স্যান্তেক্সুপেরি |
Publisher | পড়ুয়া |
Quality | পিডিএফ ডাউনলোড / PDF Download |
ISBN | 9789848767962 |
Edition | 1st Published, 2018 |
Number of Pages | 96 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
- পাঠপ্রতিক্রিয়া
- ছোট্ট রাজকুমার
- লেখকঃ আঁতোয়ান দ্য স্যান্তেক্সুপেরি
“ছোট্ট রাজকুমার”
আহা!
সেই রাজকুমার যে রাজকুমারের যখন খুব দুঃখ হয় তখন সে সূর্যাস্ত দেখে। সূর্য ডোবা দেখতে তার খুব ভালো লাগে।
তার গ্রহটিও ছোট, ছোট্ট।
এতোই ছোট যে আমাদের কল্পনার গ্রহদের সাথে তার একদমই মিল নেই। সেই গ্রহে নাক বরাবর কেউ খুব বেশি দূর যেতে পারে না।
সেই গ্রহেই তিনটে ছোট আগ্নেয়গিরি (যার একটা আবার মৃত; কিন্তু কখন যে জেগে ওঠে তার ঠিক নেই)। আর রয়েছে বাওবাব গাছ। এরা গ্রহের খুব ক্ষতি করে।
একদিন কোথা থেকে একটা বীজ উড়ে এসে সেই গ্রহে বাসা বাঁধলো। ক্রমেই সে নিজেকে মেলে ধরল। একদিন সেখানে ফুলও ফুটল। রাজকুমারের নিজের গ্রহে, নিজের ফুল।
একদিন পর্যটনে বেড়িয়ে পড়ল রাজকুমার। এক-দুই-তিন করে করে সাত নম্বরে সে এসে পড়ল পৃথিবীতে। এখানেই সে দেখা পেল আমাদের লেখকের যিনি বিমান দুর্ঘটনায় মরুভূমিতে তার নষ্ট বিমান মেরামতে ব্যস্ত।
সাতটি গ্রহের সাত রকম মানুষের সাথে মিশে, কথা বলে, দেখে রাজকুমারের ঘুরেফিরে সেই তার গ্রহের ফুলের কথাই মনে পড়ে গেল। সেই ফুল, যাকে সে অনেক দিন আগে রেখে এসেছে তার গ্রহে, তার ছোট্ট গ্রহে, এখন কেমন আছে সে? সেই উড়ে এসে জুড়ে বসা ফুলের বীজ আজ রাজকুমারের সব কিছু জুড়ে সত্যি সত্যিই? তা না হলে কেন এমন হাহাকার লাগে? কেন মন কেমন করে সেই ফেলে আসা ফুলের জন্য? পড়তে পড়তে ছোট্ট রাজকুমারের মতো আমারও বুকের ভিতর কেমন জানি হাহাকার ওঠে- ফুলের জন্য? রাজকুমারের জন্য? নাকি এই বইয়ের লেখকের জন্য যিনি এই বই লেখার পরপরই হারিয়ে যান তার যুদ্ধবিমান নিয়ে? চোখের কোনে কেন জল চিকচিক করে ওঠে? বড়দের কান্না বারণ। বড়দের কাঁদতে নেই। তুমি ভালো থেকো ছোট্ট রাজকুমার।
তিনশ ভাষায় অনূদিত আঁতোয়ান দ্য স্যান্তেক্সুপেরি’র ফরাসি ভাষায় লেখা Le petit prince (The Little Prince). এপাড় বাংলা-ওপাড় বাংলায় অনেকেই অনুবাদ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই বইটি লেখেন ১৯৪৩ সালে। এর কিছুদিন পরই (১৯৪৪ সালে) পেশায় বৈমানিক এই লেখক তার যুদ্ধবিমান নিয়ে হারিয়ে যান। এই শতকের গোঁড়ার দিকে সেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় ভূমধ্যসাগরে। নিজের লেখা রুপকথার মতোই যার অভিযাত্রা রুপকথার জগতে।
বইটি ছোটদের জন্য নয় মোটেই; এটা বড়দের বই। অসার, অর্থহীন-বৈষয়িক পাটাতনে দাঁড়িয়ে ছোট্ট রাজকুমারের চোখ দিয়ে সবকিছু নতুন করে দেখার আয়না। বড় মনোহর সে অনুভূতি!