বইয়ের নামঃ উসমানী খেলাফতের স্বর্ণকণিকা লেখকঃ আইনুল হক কাসেমী

Post ID 111415

বইয়ের নামঃ উসমানী খেলাফতের স্বর্ণকণিকা
লেখকঃ আইনুল হক কাসেমী
কালান্তর প্রকাশনী।

“যতোদিন পর্যন্ত আমাদের তলোয়ার ধারালো থাকবে, ততোদিন পর্যন্ত শত্রুরা আমাদের বেশভূষা আর বাহ্যিকতার দিকে ভ্রুক্ষেপ করবে না এবং এসবের প্রতি নজরও দিবে না। আল্লাহ সেদিন যেন আমাদের না দেখান, যেদিন আমাদের তলোয়ার ধারহীন হয়ে পড়ে থাকবে আর আমরা আমাদের বেশভূষা, বাহ্যিকতা নিয়ে মশগুল হয়ে পড়ব।”
“শুনেছি আপনাদের দেশে যুবক-যুবতীরা এমনভাবে ঢলাঢলি করে অনুষ্ঠানে নাচগান করে, যা নৈতিকতা, শরম-লজ্জা এবং চরিত্রের সাথে সাংঘর্ষিক। আর তা হয় আপনাদেরই পৃষ্ঠপোষকতায়। যেহেতু আপনারা আমাদের প্রতিবেশী তাই ঐসব অশ্লীলতা ও বেহায়াপনা আমাদের দেশে আমদানী হবার আশঙ্কা প্রবল। অতএব, আপনাদের কাছে আমার পত্রটি পৌছার সাথে সাথে এসব অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে দিতে হবে। অন্যথায় আমি নিজেই তা বন্ধ করা ব্যবস্থা নিতে যাব।”
প্রথম বানীটি হলো সুলতান প্রথম সেলিমের আর দ্বিতীয় পত্রটি সুলতান সুলেমানের। এগুলোই ছিল উসমানীয়দের দ্বিনদারিতা এবং প্রতাপের উদাহরণ। এমনকি পতউন্মুখ সময়েও প্রাণসত্ত্বা ছিল সমোজ্জল। 
একবার ইউরোপের জনৈক কূটনীতিবিদ এক অনুষ্ঠানে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের গভর্নর আল্লামা আহমদ ওয়াকিফ পাশাকে বলল, ‘প্রাচ্যের মহিলার কেন পুরো জীবন ঘরে হিজাব পড়ে বসে থাকে, সকল প্লাটফর্মে পুরুষদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে চলে না? 
আল্লামা আহমদ ওয়াকিফ পাশা জবাবে বললেন, কারণ তারা নিজেদের স্বামী ছাড়া অন্য কারও সন্তান গর্ভে ধারণ করতে চায় না। 
 
উসমানীয়দের দীনদারী, সাহিকতা আর ন্যায়ের এমন কিছু টুকরো ঘটনাই বইটির আলোচ্য বিষয়। সহজ ভাষায় রচিত বইটি নিয়ে এক বসাতেই উসমানীয় সাম্রাজ্যের সোনালী স্মৃতি রোমন্থন করে আসা যাবে। 
 
তবে বইটিতে ব্যাপারে তথ্যের গড়মিল লক্ষনীয়। যেমন মালহাতুনকে এদেবালীর কন্যা বলা হয়েছে, যেখানে বালা হাতুন হওয়ার কথা৷ আরেক জায়গায় বলা হয়ে নাসিরুদ্দীন হোজ্জার উসমানের শাসনামল পেয়েছিলেন। কিন্তু এই বইয়ের তথ্য অনুযায়ীই উসমানের শাসনামল শুরু ১২৮৮ সালে আর নাসিরুদ্দিন মারা যান ১২৮৪ সালে। এক জায়গায় বুরসাকে আবার অন্য জায়গায় এদরিনকে সুলতান বায়জীদের রাজধানী বলা হয়েছে। তাছাড়া সম্ভবত আরবী থেকে অনুবাদ করায় ব্যাক্তি এবং স্থানের নামগুলো প্রচলিত উচ্চারণে আসে নি। ফলে নামগুলো অনেকটা দুর্বোধ্য হয়ে গেছে।  এ ধরনের কিছু সমস্যা ছাড়া বইটি প্রসংশাযোগ্য।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?