বইটিতে উঠে এসেছে অনেক আপত্তির জবাব অনেক প্রশ্নের উত্তর

‘আমার সাহাবিরা একেকজন নক্ষত্রতুল্য। তোমরা যাকে অনুসরণ করবে, তাঁর মধ্যে সত্যপথের সন্ধান পেয়ে যাবে।’
.
নবিজি (সা.)-এর এই বক্তব্যটা ছিল সকল সাহাবীদের নিয়ে। আসলে নবীজির সান্নিধ্য পাওয়া সাহাবীরা তাঁর আনুগত্যে ছিলেন অতুলনীয়। এর মধ্যে প্রথম চার খলিফা হলেন শ্রেষ্ঠ। তাদের ৩০ বছর শাসনকাল ইতিহাসের পাতায় ইসলামের স্বর্ণযুগ হয়ে লিপিবদ্ধ আছে।
.
ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়াকিল এই বইতে চার খলিফার জীবন ও শাসনের ইতিবৃত্ত তুলে ধরেছেন পাণ্ডিত্যপূর্ণ এক অন্যরকম কুশলতায়। মিসরি বংশোদ্ভূত এই ইতিহাসবিদ ও অধ্যাপকের ধারালো যুক্তি আর সূক্ষ্ণ বিশ্লেষণের মাধ্যমে বইটিতে উঠে এসেছে অনেক আপত্তির জবাব, অনেক প্রশ্নের উত্তর।
.
লেখক এখানে নিছক গল্পের অবতারণা যেমন করেননি, তেমনি অতিরিক্ত বিশ্লেষণে রচনার ধারা যাতে প্রলম্বিত না হয়, সে ব্যাপারেও সতর্ক থেকেছেন। তিনি চেয়েছেন ইতিহাসের গল্পগুলো কেবল শিক্ষকের দর্শনে ও শিক্ষার্থীর কল্পনায় সীমাবদ্ধ না থেকে প্রজন্মান্তরের পালনীয় আদর্শ হয়ে উঠুক। তাই শিকড়সন্ধানী সচেতন পাঠকমাত্রই বইটি পড়ে উপকৃত হবেন।