Post ID 111411
বইঃ সন্তানের সুন্দর জীবন গঠনে পিতা-মাতার ভূমিকা।
লেখকঃ আবদুস শহীদ নাসিম
পৃষ্ঠা সংখ্যাঃ ৩২
১. বইটি মূলত লেখকের, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত ‘কুরআনের আলো’ শীর্ষক ৭১তম আলোচনা সভায় উপস্থাপিত বক্তব্য।
২. তিনটি অধ্যায়ে মোট আটাশটি শিরোনামে সন্তান নেয়ার প্রস্তুতি থেকে লালন-পালন,যত্ন, শিক্ষা, পানাহার, সুসন্তান হিসেবে গড়ে তোলা এবং যুব সন্তানদের প্রতি কেমন উপদেশ-নসিহত করা প্রয়োজন ইত্যাদি সম্পর্কে পয়েন্ট আকারে সুন্দর আলোচনা করা হয়েছে।
৩. বইটি খুবই শিক্ষনীয়। প্রতিটি বাবা-মা এ বইটি পড়লে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
#বই থেকেঃ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর। তারাই আপনার উত্তারাধিকারী। তারা শুধু আপনার অর্থ-সম্পদের অধিকারী নয়, বরং সেই সাথে তারা–
আপনার বংশের উত্তারাধিকারী, আপনার বিশ্বাসের উত্তারাধিকারী, আপনার অভ্যাস, আদর্শ এবং আচারের অধিকারী।
নিশ্চয়ই আপনি প্রজ্ঞাবান লোকমান হাকিমের মতো এমন সন্তান চান, যে সন্তান আপনার চক্ষুশীতল করবে, আপনার মুখ উজ্জল করবে এবং সমাজ ও জাতিকে আলোর পথ দেখাবে।
যে সন্তান হবে মহান আল্লাহর একত্বে বিশ্বাসী, জীবনে ও মরণে মা-বাবার জন্য উপকারী, গোপন ও প্রকাশ্যে আল্লাহর ভয়ে ভীত, সালাত কায়েমকারী, ভালো কাজের নির্দেশক, মন্দ কাজের প্রতিবাদী, বিপদে অবিচল, মানবদরদী, পরোপকারী, বিনয়ী, নিরহংকারী, কোমলভাষী, আল্লাহ ওয়ালা এবং ইহকাল ও আখিরাতে সাফল্য অর্জনকারী।
এরকমই হবে সন্তানের ব্যাপারে আপনার/আমাদের প্রত্যাশা। উচ্চাশা……
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?