বইঃ ভূতের বাচ্চা সাপুফো -লেখক : বদরুল মিল্লাত | Vuter Bacca Shafupo by Badrul Millat

বই : ভূতের বাচ্চা সাপুফো
লেখক : বদরুল মিল্লাত
প্রকাশক : নহলী
বইঃ ভূতের বাচ্চা সাপুফো -লেখক : বদরুল মিল্লাত | Vuter Bacca Shafupo

ভূতের বাচ্চা সাপুফো সংক্ষেপে বইটির পরিচয়
ভূত রাজারাণির এক পুত্রসন্তান হয়েছে। কিন্তু ওটা দেখতে এতোই কুৎসিত আর বিশ্রী হয়েছে যে তাকে ‘ভূত জাতির কলঙ্ক’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তার চোখগুলো টেনিস বলের মতো বড় বড় না, ছোট ছোট, কানগুলো হাতির মতো বিশাল না, ছোট ছোট, মাথার আকারটা লাউয়ের মতো লম্বাটে না, গোলগাল, গায়ের রঙ কুচকুচে কালো না, দুধে আলতায় মেশানো…..
কি বিশ্রী, কি বিশ্রী! তার নাম রাখা হলো সাপুফো।
ভূতরাজ্যের সবাই সাপুফোকে নিয়ে খুব চিন্তিত। কিন্তু মুখফুটে কেউ কিছু বলতেও পারে না। রাজার সন্তান বলে কথা! ভূত রাজা রাজ্যের বিজ্ঞ ভূতদের নিয়ে আলোচনায় বসলেন। শেষে অনেক ভেবেচিন্তে ঠিক হলো সাপুফোকে মানুষের সমাজেই পাঠানো হবে।
ভূত রাজা-রাণি মনের দুঃখ মনে চেপে সাপুফোকে বিদায় জানালো। ভূত রাণি তাদের একজন বিশ্বস্ত ভূত কাঙ্কারিস কাফকো সাইলাসকে গোপনে ডাকলেন, সাপুফোকে মনুষ্যসমাজে রেখে আসতে বললেন। সাইলাস সাপুফোকে লোকালয়ে রেখে এলো। চমৎকার একটা মানুষ পরিবারে জায়গা হলো তার।
কিন্তু ভূত তো ভূতই! ভূতকে মানুষ করা কি এত্তো সহজ? ঘটতে লাগলো নানান মজার কান্ড!
পাঠ_প্রতিক্রিয়া :
রবি ঠাকুর লিখেছিলেন-
“সহজ কথা কইতে আমায় কহ যে
সহজ কথা যায় না বলা সহজে।”
একদম আমার মনের কথাটিই যেন।
শিশুতোষ লেখার সবচে’ জনপ্রিয় একজন বাঙালী লেখকের নাম বলতে বললে অনেক বোদ্ধা পাঠককেও ভাবার জন্য একটু সময় নিতে হবে হয়তো। কারণটা পরিষ্কার; শিশুদের জন্য লেখা সহজ নয়, বরং সবচে’ কঠিন (ব্যক্তিগত অভিমত)। 
শিশুদের মনকে গোজামিল দিয়ে ভুলানো যায় না, কারণ তারা নিজেরা কখনো ভান করে না। বই পাঠের অভ্যাস গড়ে তোলার শিক্ষা দিতে হলে তাদের হাতে এমন বই-ই তুলে দেওয়া উচিত যা সহজ ভাষায় লিখিত, মজাদার, কৌতুহলসৃষ্টিকারী এবং শিক্ষণীয়। আমি মনে করি, এই চার বৈশিষ্ট্যের একটির কমতিও শিশুমনে কিছু না কিছু বিরুপ প্রভাব ফেলে। শিশুর আচরণে ও ভবিষ্যত জীবনেও এ প্রভাব পড়ে। আমরা সবাই হয়তো এসব ভেবে বাড়ির বাচ্চাটির জন্য কিনি না বা বাচ্চাটির আচরণও অত গুরুত্ব দিয়ে খেয়াল করি না। কিন্তু করা উচিত। 
ভূতের বাচ্চা সাপুফো বইটি আমি পড়েছি এবং অশেষ আনন্দ পেয়েছি। আমার মনে হয়েছে, একটা আদর্শ শিশুতোষ বই যেমন হওয়া উচিত এ বইটি ঠিক তাইই। বইটির প্রধান চরিত্র সাপুফো ভূত সম্প্রদায়ের একজন। এর কারণে শিশু বইটি হাতে নিতে আগ্রহী হবে। এরপর চেহারায় ভূতদের উল্টো মানে মানুষের মতো হওয়ায় শিশুমন অনায়াসে নিজেকে সাপুফোর জায়গায় নিজেকে ভেবে গল্পের ভেতর একাত্ম হয়ে যেতে পারবে। তখন ভয়ের বদলে বিমল আনন্দ পাবে শিশু পাঠক। মোটকা শুটকা লম্বা নানান আকৃতির ভূতের বর্ণনা এবং তাদের কিম্ভূতকিমাকার ভাষা পড়ে না হেসে পারা যাবেই না। এছাড়া, সাপুফোর জন্য তৈরি করা রুলসগুলো পড়ে শিশু পাঠক অবচেতনে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে।
সবশেষে বলবো, আমি বদরুল মিল্লাত স্যারের বইগুলোর অনেক রিভিউ দেখেছি। অনেকগুলো বই লিষ্টেও রেখেছি। কিন্তু সংগ্রহ করার সুযোগ পাইনি। এই ছোট্ট শিশুতোষ বইটির মাধ্যমে সচেতন পাঠক হিসেবে অনন্য লেখনীর গুণসম্পন্ন একজন লেখকের পরিচয় আমি পেয়েছি। বইয়ের পরিধি শিশুর জন্য পর্যাপ্ত মাত্র ৯৬ পৃষ্ঠার একটি বই; কিন্তু ব্যাপ্তি এতো বেশি প্রতিক্রিয়া অংশে এইটুকুমাত্র লিখে তৃপ্তি হয়নি।
বইটি এবং লেখকের সর্বাঙ্গীন কল্যাণ আমার আন্তরিক কামনা।
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা
বর্তমান মূল্য : ৯০ টাকা (৪০%) ছাড়ে
বইটি পেতে যোগাযোগ করুন
নহলী বুকস 
ও রকমারির ঠিকানায়
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?