বইঃ- ‘তোমাকে দেখার অসুখ’ লেখকঃ- সাদাত হোসাইন (review with pdf)

Post ID 111563

বইঃ- ‘তোমাকে দেখার অসুখ’
লেখকঃ- সাদাত হোসাইন 
প্রচ্ছদঃ- চারু পিন্টু
প্রকাশকঃ- মোঃ মনির হোসেন পিন্টু
প্রকাশনীঃ- অন্যধারা
মূল্যঃ- ১৮০ (বইয়ে ছাপা মূল্য)
review credit:-💕Ahmad Arman.
পড়তে পারেন_
Sadat Hossain এর আরো কিছু বই।
কোনদিক থেকে শুরু করব বুঝে উঠতে পারছিনা! তবে বুঝে উঠার অাগে একটা কথা বলে রাখি ‘তোমাকে দেখার অসুখ’ বইয়ের অনেকগুলো  কবিতা বা লাইন সাদাত হোসাইন বিভিন্ন সময়ে ফেসবুকে পোষ্ট অাকারে শেয়ার করেছেন। ছড়িয়ে ছিটিয়ে থাক কবিতাগুলো সঙ্গবদ্ধ করণের উদ্দেশ্যে মূলত ‘তোমাকে দেখার অসুখ’ কাব্যগ্রন্থ (সাদাত ভাইয়ার ভাষ্যমতে)।
‘তোমাকে দেখার অসুখ’ বইটি কেনার পর অামি বইটি পড়ার তীব্র অসুখে ভুগছিলাম! তাইতো ৫০ মিনিটেই পুরো বই পড়ে শেষ করে ফেলেছি (কিছু কিছু কবিতা/লাইন কয়েকবার করেও পড়েছি)।
চটচটে হলুদ রঙের উপর নির্মিত হয়েছে পুরো প্রচ্ছদ। চোখ না সরিয়ে 
একমনে তাকিয়ে থাকার মতো প্রচ্ছদ।
বইয়ের ভূমিকা লিখেছেন লেখক সাদাত হোসাইন নিজে-ই।
বইয়ের কবিতা গুলো ৩ ভাগে বিভক্ত।
কবিতা গুলো তোমাকে দেখার অসুখ, প্রতিবিম্ব, অামার কোন বন্ধু নেই- ক্রমান্বয়ে এ ভাগগুলোয় বিভক্ত। 
বইয়ের ১১তম পৃষ্ঠা থেকে কবিতা শুরু ৮০ তম পৃষ্ঠায় গিয়ে শেষ।
‘তোমাকে দেখার অসুখ’ কাব্যগ্রন্থের প্রিয় কিছু লাইন নিচে দেওয়া হলোঃ-
“যতদূর চোখ যায়, যতদূর যায় না
সবখানে অদ্ভুত তুমিময় অায়না!”
“যতটুক দেখো, ততটুক অাছি ভালো,
কে দেখে বুকের ভেতর, কতটা অগোছালো!”
“ভুলে গেলে ভালো থাকা যায়, জানি,
তবু চাই, কিছু ব্যথা ফিরেই অাসুক,
কেউ কেউ হয়ে যাক, দুরারোগ্য অসুখ!”
“চোখ মুছে দেখ ঘুচে গেছে সব নোনা জলে লেখা দাগ,
ভেঙে যাওয়া তুমি উঠে দাঁড়ালেই অাঘাতেরা হতবাক!”
শুধু যে ব্যথা দিতে জানো, জানো দিতে অাঘাত অারও,
হঠাৎ বৃক্ষ যদি কুঠার হয়, কতটুকু তুমি নিতে পারো!”
“হঠাৎ কান্না পেয়ে গেলে, জল-চোখ অাড়ালে শুকাই,
বুকে তবু জমে থাকো তুমি, তোমাকে কী করে লুকাই!”
“তুমি চলে গেলে জানে একজন কেউ,
 শহরের বুক যেন নামে কারফিউ”
“অাকাশের মতো মাঠের শরীরজুড়ে,
মানুষ বানায় কাছে থাকবার ঘর।
ঘরের জন্য দেয়াল যে দরকার,
দেয়াল বানায় মানুষে-মানুষ পর”
“শহুরে মানুষ অামি বুকে পুষি ‘অ-শহুরে’ মন
যদি অসহ্য বিষাদ বিকেল শেষেও-
তোমাকেই নিয়ে অাসে ডাকপিয়ন!”
“শরীরটা খুনে শেষ, ঘুণে শেষ ভেতর,
সারি সারি লাশ হাঁটে, কে কার? কে তোর?”
পরিশেষে, হলফ করে বলতে পারি ১৩৫ টাকা (২৫% ছাড়ে) খরচ করে পাঠক পয়সা উসুল দারুণ কিছু পাচ্ছেন এর ভেতর।
এই দারুণ কিছু যদি হয় আমার অাপনার ভেতরকার জমানো কথাগুলি তাহলে চমকে ওঠার কিছু নেই! কারণ লেখক সাদাত হোসাইন একজন ম্যাজিশিয়ানও বটে! মানুষের ভেতরে জমা কথা গুলো তিনি খুব সহজেই লিখে ফেলতে পারেন। এজন্যই হয়তো বলা হয়ে থাকে তিনি একজন ‘সামগ্রিক অনুভুতির হ্যাকার’
ছবি কৃতজ্ঞতাঃ- Aniya Nabiha
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?