এ যাবত তার কোনো বই প্রকাশিত হয় নি; তবুও জানেন অনেকে, আবদুল হক আসলে কে! এই নামের মানুষটি তার লেখালেখিতে এতই সিরিয়াস, সেই ‘সিরিয়াসনেস’ তাকে না দেখলে, তার কথা না শুনলে, তার খুঁতখুঁতে ও কাঁটাচেরা স্বভাব সম্পর্কে না জানলে অনুমান করা কঠিন।
যাইহোক, আল্লাহর অশেষ শোকর, এই মানুষটির ছড়ার একটি বই আসছে দারুল ইলম থেকে। ছড়ার বই। ছোটোদের জন্য। আমরা নির্দ্বিধায় দাবি করছি : বইটি আমাদের দেশের কিউটের ডিব্বাদের জন্য শ্রেষ্ঠ একটি বই হতে যাচ্ছে। বইটি যদি কোনোভাবে সংগ্রহ করতে না পারেন, নিশ্চিত ঠকবেন আপনারা। লেখককে অসংখ্য শোকর জানাচ্ছি, বইটি প্রকাশ করতে তিনি রাজি হয়েছেন বলে