আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা দেখি—আমেনার কোল আলো করে জন্ম নেওয়া এক শিশু শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে ৬৩ বছর বয়সে আয়িশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেন।
এক নারীর কোল আলো করে জন্ম যার, অন্য নারীর কোলে মাথা রেখে মৃত্যুবরণ তাঁর। ঘরেই জন্ম, ঘরেই পরিসমাপ্তি।
অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্য সাধারণ জীবনের মতো ছিল না, তাঁর জীবনে জড়িয়ে ছিল এই উম্মাহর ভাগ্য। তাঁর কাধে ছিল নবুয়তের ভার। তিনি ছিলেন নবীদের সর্দার। তাওহিদের বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে না জানি কত বিপ্লব-বিস্ময়ের সম্মুখীন হয়েছেন তিনি!
কিন্তু দিনশেষে এই মহান মানুষটিও ছিলেন ঘরের মানুষ। কারও পুত্র, কারও পিতা, কারও স্বামী, কারও আত্মীয়। অন্য দশটি আদমসন্তানের মতো ঘরের জীবনকেও তিনি যাপন করেছেন। কেমন ছিল তাঁর এই মহান জীবনের ঘরোয়া যাপন; ‘ফুলের সংসার’ বলছে তারই গল্প।
‘কী সেই ঘরোয়া যাপনের গল্প যার কল্যাণে এত বড়ো দায়িত্ব মাথায় থাকার পরও তিনি ছিলেন শান্ত, সুস্থির, সদাহাস্য অনুপম এক মানুষ’—জানতে হলে পড়ুন ‘ফুলের সংসার’।
আর তারপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আয়নায় নিজেকে যাচাই করে গড়ুন একান্ত নিজের ‘ফুলবাগিচা।’
📚 বই
👉 ফুলের সংসার
✒️ মাজিদা রিফা
📖 সম্পাদনা: শাইখ আব্দুল্লাহ আল মামুন
📖 পৃষ্ঠা সংখ্যা: ২৯৬
📌 মূদ্রিত মূল্য: ৫৬০
🫢 ৫০% ছাড়ে: ২৮০৳
📖 বাঁধাই ধরন: হার্ড কভার
প্রকাশনায়: সঞ্জীবন প্রকাশন
পরিবেশনায়: চেতনা প্রকাশন – Chetona Prokashon
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৭১৪-০০৩০৮৭
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?