ফিতনার ইতিহাস : লেখক ড. রাগিব সারজানি | Fitnar Itihash By Dr. Rageb Sarjani

  • বই : ফিতনার ইতিহাস
  • লেখক : ড. রাগিব সারজানি
  • প্রকাশনী : মাকতাবাতুল হাসান
  • বিষয় : সাহাবীদের জীবনী, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
  • অনুবাদক : মাহদি হাসান
  • পৃষ্ঠা : 320
  • ভাষা : বাংলা

এ গ্রন্থটি ইসলামি ইতিহাসের বেদনাসিক্ত একটি অধ্যায়ের প্রমাণ্যচিত্র। এখানে তুলে ধরা হয়েছে এমন এক মর্মান্তিক ঘটনা কিংবা দুর্ঘটনার কথা, যা আজও মুসলিমদের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে। যেই ঘটনায় সম্মানিত সাহাবিগণের হাতেই শহিদ হয়েছিলেন অনেক সাহাবি। এই গ্রন্থে আমরা কথা বলেছি ইসলামি ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা উসমান ইবনে আফফান রা.-এর হত্যাকাণ্ড নিয়ে। আলোচনা করেছি আলি রা. এবং মুআবিয়া রা.-এর মতো সম্মানিত সাহাবিদ্বয়ের মধ্যকার লড়াই নিয়ে। কথা বলেছি এক অনভিপ্রেত ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক সাহাবির শাহাদাত নিয়ে। যা তৎকালীন সময়ে ইসলামের প্রচার-প্রসারের ক্ষেত্রে রেখেছিল বিরাট নেতিবাচক প্রভাব।

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর কাছেই সাহায্য কামনা করি। ক্ষমাপ্রার্থনা করি তাঁর কাছে এবং তাঁর কাছে চাই সঠিক পথের দিশা। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের প্রবৃত্তির অনিষ্ট থেকে এবং মন্দ আমল থেকে। আল্লাহ তাআলা যাকে সরল পথে পরিচালিত করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। যাকে পথভ্রষ্ট করেন, কেউ তাকে সুপথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। তিনি একক সত্তা, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় মুহাম্মাদ – আল্লাহ তাআলার বান্দা এবং রাসুল।
পরকথা, আমরা আজ ইসলামি ইতিহাসের বেদনাসিক্ত একটি অধ্যায় উন্মোচন করতে যাচ্ছি। সময়ের যে প্রান্তে এসে সম্মানিত সাহাবিগণের হাতেই শহিদ হয়েছিলেন অনেক সাহাবি। আমরা কথা বলব ইসলামি ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা উসমান ইবনে আফফান রা.-এর হত্যাকাণ্ড নিয়ে। আলোচনা করব আলি রা. এবং মুআবিয়া রা.-এর মতো সম্মানিত সাহাবিদ্বয়ের মধ্যকার লড়াই নিয়ে। কথা বলব এক অনভিপ্রেত ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক সাহাবিগণের শাহাদাত নিয়ে। যা তৎকালীন সময়ে ইসলামের প্রচার-প্রসারের ক্ষেত্রে রেখেছিল বিরাট নেতিবাচক প্রভাব।
সত্যি বলতে, এ বিষয় নিয়ে আলোচনা করা ধারণার চেয়েও কঠিন। কারণ, বিষয়টি খুবই স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ভুল মন্তব্য করা মানে জান্নাতি একজন ব্যক্তির ব্যাপারে ভুল মন্তব্য করা। সকল সাহাবিকে আমরা জান্নাতি মনে করি। রাসুল তাদের ওপর সন্তুষ্ট থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তাদের মর্যাদার ব্যাপারে অবতীর্ণ হয়েছে কুরআনের অনেক আয়াত। তাই তাদের কোনো একজনের ব্যাপারে ভুল মন্তব্য করা অবশ্যই মারাত্মক এবং ভয়াবহ ব্যাপার।
তবে অচিরেই আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেগুলোর আলোকে আমরা এই ফিতনা সম্পর্কে আলোচনা করতে পারব। আর যেকোনো উৎস থেকে এ ফিতনা নিয়ে অধ্যয়ন করা ঠিক হবে না।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?