বই : ফাইভ ফিট এপার্ট
লেখক : রেচ্যেল লিপ্পিনকট
❝I’m not going far. I’ll always be here. Just an inch away. I promise.❞
স্টেলা গ্রান্ট, উচ্ছল আর খুব আত্নবিশ্বাসী মেয়ে। খুব কঠিন এক রোগে সে আক্রান্ত সেটা তার নাকের নিচের অক্সিজেনের নল টা না দেখলে বোঝা যেত না। তার ফুসফুস দিন কে দিন নিস্তেজ হচ্ছে। আজব এই রোগে আক্রান্ত স্টেলা পারে না তার মত রোগে আক্রান্ত বন্ধুদের কাছে যেতে, সবসময় ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হয়। তবুও স্টেলা বাঁচার স্বপ্ন দেখতে ভুলে যায় না, না যেতে দেয় তার বন্ধুদের।
উইল নিউম্যান, স্টেলার মত বিরল ফুসফুসের রোগে আক্রান্ত। আর উইল মোটেও ভাবে না সে খুব বেশি দিন বাঁচতে পারবে। জীবনের এইরকম অন্ধকার সত্যটা তাকে কঠিন চরিত্রে পরিণত করে ফেলেছে।
ঘটনা ক্রমে ধীরে ধীরে স্টেলা আর উইল একজন আরেকজনকে জানতে শুরু করে। তাদের খুব ভালো বন্ধুত্ব জমে ওঠে। আর অতঃপর তারা ভালোবাসতে শুরু করে।
স্টেলা আর উইল নিজেদের দূরত্ব বজায় রাখতে ৫ফিটের একটা পুল স্টিক জোগাড় করে,
কিন্তু তাদের এই ভালোবাসা বন্দী হয়ে পরে ৫ ফিটের এই দূরত্বে। ভালোবাসা কে ছুঁয়ে দিলে হয়তো হারিয়ে ফেলতে হবে তাকে।
এই দূরত্ব টুকু হয়ে উঠলো উইল আর স্টেলার জন্য সবচেয়ে বড় অভিশাপ।
❝তুমি কি এমন কাউকে ভালোবাসতে পারবে যাকে তুমি কখনো ছুঁয়ে দেখতে পারবে না?❞
Leave a comment