জেনে নিন বইবন্ধু বই বিনিময় উৎসবে কিভাবে বই বিনিময় করতে পারবেন।
প্রশ্ন- বই বিনিময় উৎসবে কি ম্যান টু ম্যান বই বিনিময় হবে?
উত্তর- নাহ।
বই বিনিময় উৎসবে রবীন্দ্র সরোবরের ঢাল জুড়ে বই বিছানো থাকবে, সেখান থেকে ঘুরে ঘুরে বই প্রেমীরা পছন্দ অনুযায়ী বই বিনিময় করতে পারবেন।
প্রশ্ন — বই বিনিময় উৎসবে কি সব সব ধরনের বই বিনিময় করা যাবে?
উত্তর- বই বিনিময় উৎসবে একাডেমিক সকল বই (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কোচিং) ছাড়া এবং বিতর্কিত বই ছাড়া বাকী সব বই বিনিময় করতে পারবেন।
প্রশ্ন- বই বিনিময় উৎসবে কি ১ টি বই দিয়ে যত ইচ্ছা বই নেয়া যাবে?
উত্তর- বই বিনিময় উৎসবে আপনি যতগুলো বই দিবেন ঠিক ততগুলো বই বিনিময় করতে পারবেন।
প্রশ্ন- একজন সর্বোচ্চ কয়টি বই নিতে পারবে?
উত্তর- একজন সর্বোচ্চ ৫টি বই বিনিময় করতে পারবে।
টিম
বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসব।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?