….সে তোমার পছন্দের খাবার বানাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরের উত্তপ্ত আগুনের পাশে দাঁড়িয়ে নিজের যৌবন ক্ষয় করেছে। সে তার অভ্যন্তরে তোমার অস্তিত্বের শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু মনে রেখেছে। যেগুলো আজ তোমার কাছে পুরোনো ধূলিমাখা স্মৃতি মাত্র; তোমার মায়ের নিকট এগুলোই তার জীবনের শ্রেষ্ঠ সময়।
..
বই : প্রশান্তির বাঁধন
লেখক : উস্তাদ আলী হাম্মুদা
Leave a comment