পিরিয়ড শেষে পবিএতা অর্জনের উপায়

🍁কিছু গুরুত্বপূর্ণ কথা __
◾এক দীনি বোনের দীনি কথন :

পিরিয়ড শেষে পবিএতা📌
আমি নিজেই জানতাম পিরিয়ড শেষে চুলে শ্যাম্পু করে নামাজ পড়া শুরু করতে হয়, কিভাবে জেনেছিলাম জানি না কিন্তু মানতাম দীর্ঘ সময়। 
পরবর্তীতে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে সহী বুঝ এবং চিন্তা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ্‌।
পিরিয়ড শেষে ‘গোসল করতে হবে শ্যাম্পু দিয়ে, জামা কাপড় ধুতে হবে সাবান দিয়ে তারপর নামাজ পড়া শুরু করব’- এটা সম্ভবত আমাদের সমাজের ক্ল্যাসিক কনসেপ্ট! 
নামাজের কথা জিজ্ঞাসা করলে উত্তর ‘পাক গোসল দিতে হবে, জামা কাপড় ধুতে হবে!’ 
শিক্ষিত, কম শিক্ষিত অনেকের ধারনা এটা!
আহ!
চুলে শ্যাম্পু আর জামায় সাবান দেওয়ার জন্য ফরজ নামাজ কয়দিন পড়া না হলে কি হয়?
যে কোন অপবিত্র অবস্থা হতে শরীর পবিত্র করতে গোসল ফরজ হয়। এখন আমরা শরীয়াহ থেকে জানতে পারি গোসলের ফরজ তিনটি (০৩)। 
১. গড়গড়াসহ কুলি করা,
২. নাকে পানি দেওয়া এবং
৩. সমস্ত শরীর ধোয়া। (একটা পশমও যেন শুকনা না থাকে)^১
এ ৩টি নিয়মের কোথাও কি আছে গায়ে ভাল করে সাবান মাখা, চুলে শ্যাম্পু করা, নখ বা অন্য যে কোন কিছু কাটা/ শেভ করা? 
আবার, কোন কাপড় তখনই নাপাক হয়, যখন তাতে কোন নাপাকি লাগে। যেমন ধরুন- পেশাব লাগতে পারে, বা কোন ময়লা পানি। এ ক্ষেত্রে আপনি ওই পোশাকটা ধুয়ে পবিত্র করে নেবেন। 
বাথরুমে গেলেই কি আমাদের পোশাক অপবিত্র হয়ে যায়? হয় না। পিরিয়ডও সেম। ডিরেক্ট কোন নাপাকি না লাগলে, জাস্ট আপনি ব্যবহার করেছেন বলে ওই পোশাকে সাবান দিয়ে পাক করতে হবে এটা ভুল ধারনা। (অবশ্য, সাবান দেওয়া পবিত্র করার জন্য জরুরীও না)
এই বিশেষ সময়ে নিজেকে বা নিজের ব্যবহৃত জিনিশ অপবিত্র মনে করা, কুসংস্কার মাত্র। বাচ্চা কোলে নেয় না অনেকে, পিরিয়ড অবস্থায় কোলে নিলে ছুত লাগবে (Allah knows কি জিনিশ সেটা!) তাই, সুতরাং এটা কখনো কখনো শিরকের পর্যায়ে। আস্তাগফিরুল্ল-হ। 
অনেক টিনএজ মেয়ে এসব ভুল শিক্ষা পায়, পরবর্তী কোন টিনএজকে বুঝানো সময় এবিষয় গুলো আমরা ক্লিয়ার করে দেব আশা করি, ইন শা আল্লাহ্‌। আর মা- খালাদের সাথে আলোচনা করাও খুব প্রয়োজন কারন এটা একটা নিয়মিত বিষয় আর ভুল একসেপ্ট আর গাফেলতির কারনে নামাজ লস হওয়া খুবই দুর্ভাগ্যজনক। 
সাবান- শ্যাম্পু- ধোয়া- কাচা তো নিয়মিত কাজ, কোন সময়ই এটা করা সমস্যা না; সমস্যা হল যখন আমরা এটাকে নামাজের পূর্ব শর্ত মনে করি আর গাফেলতি করে নামাজ মিস করি। 
ফরজ নামাজ, ফরজ!
এক ওয়াক্ত ফরজ নামাজ সারা দুনিয়ার চেয়ে ভারী! 
কি ভাবে মিস করি আমরা?
‘কিসে তোমাদের জাহান্নামে নিয়ে এলো?
তারা বলবে, “আমরা নামাজ পড়তাম না।”^২
রেফারেন্স :
১. সহীহ বুখারী: ২৫৭, ২৬৫; সুনানে আবু দাউদ: ২১৭,
২. সূরা আল মুদাচ্ছির: ৪২- ৪৩।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?