December 11, 2023

নারীবাদী বনাম নারীবাঁদি

বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা অনুভব করাটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। পরবর্তী সময়ে বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জৈবিক তাড়নাটাও এসে যুক্ত হতে থাকে ধীরে ধীরে। একটা ছেলে বা মেয়ে নির্দিষ্ট কোন বয়স থেকে মনস্তাত্ত্বিক এই নতুন জগতে ডুবে যাওয়া শুরু করে, সেটা নির্ণয় করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তা ছাড়া কোনো মানুষের পক্ষে অন্য কারও মনের ভেতরে ঢুকে দেখা সম্ভব নয় যে, তার মনের ভেতরে আসলে কী চলছে। কখনও কখনও ৬-১০ বছর বয়সের ছেলে-মেয়েরা এই বিষয়ে অতিমাত্রিক পরিণত আচরণ করে ফেললে যারা তাদেরকে আদর করে ইঁচড়েপাকা বলে ডাকেন, মনে রাখা উচিত, সেসব ছেলে-মেয়ের মনের ভেতরের অবস্থা কি সেটা জানা কিন্তু আদৌ আপনাদের পক্ষে সম্ভব নয়।


যদি এমন ‘ইঁচড়েপাকা’ আচরণকে আপনি মুগ্ধতা বা কৌতূহল বলে আখ্যায়িত করতে চান, তাহলে আমি বলব– যখন থেকে এই বিষয়ে কৌতূহল তৈরী হলো, তখন থেকেই তার বয়ঃসন্ধিকাল শুরু হয়েছে। কারণ, যে বিষয়ে কিছু মাস আগেও তার কৌতূহল জাগেনি, হঠাৎ তার মধ্যে এমন কী পরিবর্তন হলো যে ‘ওই’ বিষয়ে সে এমন কৌতূহলী হয়ে উঠল? সুতরাং, ৬-১০ বছরের ছেলে-মেয়েরা বয়স কম হওয়ার কারণে কৌতূহলী হয়ে বিপরীত লিঙ্গের প্রতি ভালবাসার টান অনুভব করছে, এমন যুক্তি অসার। অর্থাৎ, উক্ত বিষয়ে এমন আগ্রহী হওয়ার মানে হলো–সে মানসিক বিকাশের প্রথম ধাপে পৌঁছে গেছে। এখন থেকে প্রতিদিন সে একটু একটু করে সামনের দিকে এগুবে। এই বিষয়ে সে আরও বেশি বেশি জানতে চাইবে বিভিন্ন মাধ্যম থেকে।


আমি কিন্তু এটা বলছি না যে, এই বয়সে একটা ছেলে বা মেয়ে ভালবাসার আদ্যোপান্ত সব বুঝে ফেলে। আমি বলতে চাইছি, এই বয়স থেকে তাদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি ভালবাসার ব্যাপারে কিঞ্চিৎ একটা মানসিক পরিবর্তন দেখা যায়।


বই : নারীবাদী বনাম নারীবাঁদি
লেখক : Karim Shawon
প্রকাশনী : ফেরা প্রকাশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *