নবীজীর নামাজ এমন একটি বই যা প্রতিটি ঘরে থাকা উচিত

একটা সময় ছিল, যখন মানুষ আশেপাশের ইমাম সাহেব কিংবা আলেম-উলামার কাছ থেকে মাসআলা জেনে সে অনুযায়ী আমল করত। এখন সেসব অনেকটা বদলে গেছে। দলিল ছাড়া আমল করতে রাজি নন অনেকেই। এই অনুসন্ধিৎসু মানসিকতা এক দিক থেকে ভালো। মানুষ আমল জানতে কিতাবাদির দিকে ঝুকছে। পড়ালেখার পরিধিও বাড়ছে। কমছে মূর্খতা।

নবীজীর নামাজ এমন একটি বই যা প্রতিটি ঘরে থাকা উচিত

এই বইয়ে সহীহ হাদীসে উল্লেখিত মাসনূন নামাযের পূর্ণাঙ্গ বিবরণ হাদীস বিশারদগণের উদ্ধৃতি, বিশ্লেষণ ও পর্যালোচনাসহ বিবৃত হয়েছে। প্রতিটি আমলই সহীহ হাদীসের আলোকে দলিল-প্রমাণসহ উল্লেখ করা হয়েছে।

এই কিতাব সম্পর্কে হোসাইন আহমদ মাদানী রহ.-এর ছাহেবজাদা আসআদ মাদানী রহ. বলেন,
“এ কিতাব থেকে পয়গম্বরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায স্পষ্টভাবে সামনে আসে। আহলে সুন্নত ওয়াল জামাআতের ইবাদত-বন্দেগী সম্পর্কে বিভিন্ন শ্রেণীর লোকেরা যেসব বিভ্রান্তি ছড়িয়ে থাকে তার স্বরূপ বুঝতেও এ কিতাব সহায়ক হবে। তাই ব্যক্তিগত অধ্যয়নের পাশাপাশি মসজিদে জামাতের নামায শেষে আগত মুসল্লীদেরকে দু’একটি আয়াত বা হাদীস পড়ে শুনিয়ে দিলে তা ইলম ও বরকতের কারণ হবে। আর ছাত্রদেরকে এ কিতাবের দলীলগুলো মুখস্থ করিয়ে দেওয়া উচিত।”
নবীজীর নামাজ এমন একটি বই, প্রত্যেক ঘরে ঘরে থাকা দরকার বলে মনে করি আমরা।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?