বই: নবীজির সংসার
লেখক: শাইখ আল-মুনাজ্জিদ
অনুবাদক: আয়াতুল্লাহ নেওয়াজ
সম্পাদনা: আবদুর রহমান মু’আয, যাইনাব আল-গাযী
পৃষ্ঠা:১৬৩
মুদ্রিত মূল্য:২৬৭
প্রকাশনী:মাকতাবাতুল আসলাফ
Credit to Go 💕 Mukta Kamal
▪️যুগের সাথে তাল মিলিয়ে আমাদের পরিবার ও সমাজে সমস্যার জটিলতা বেড়ে চলেছে।যৌথ পরিবারগুলো ভেঙ্গে পরিণত হচ্ছে একক পরিবারে। দূরত্ব বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে। নবিজীর জীবনের দিকে তাকালে বর্তমানের অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। দাওয়াত-জিহাদের শত ব্যস্ততার মাঝেও তিনি পরম মমতায় পরিবারকে আগলে রাখতেন। তার প্রতিটি আচারণ আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রয়োজন যেন আমরা নিজেদের জীবনে স্ত্রী-সন্তান-বন্ধুদের সাথে আচরণে তার মত হতে পারি।
▪️বইটির বিষয়বস্তু:
“নবীজির সংসার” বইটিতে লেখক নবীজি চারপাশের মানুষের সাথে কেমন আচরণ করতে সেটা তুলে ধরেছেন।
বইটিকে কয়েকটি প্রধান শিরোনামে ভাগ করা হয়েছে। শিরোনাম সমূহ নিম্নরূপ:
🔻স্ত্রীদের সাথে যেমন ছিলেন নবীজি
🔻 সন্তানদের সাথে যেমন ছিলেন নবীজি
🔻নাতিদের সাথে যেমন ছিলেন নবীজি
🔻 আত্মীয়দের সাথে যেমন ছিলেন নবীজি
🔻অতিথির সাথে যেমন ছিলেন নবীজি
🔻সাহাবীদের সাথে যেমন ছিলেন নবীজি
🔻উপসঃহার
▪️ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে চাইলে নবীজিকে অনুসরণ ব্যতীত অন্য পথ নেই। আর নবীজিকে অনুসরণ করতে চাইলে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন। “নবীজির সংসার” বইটি নবীজি ব্যক্তি জীবনে কার সাথে কেমন আচরণ করেছে সেই বিষয়গুলো নিয়েই সাজানো।
▪️পাঠ প্রতিক্রিয়া:
রাসূল (সা:) সম্পর্কিত যেকোন বই পড়তে ভালো লাগে। জীবনের প্রতিটি পর্যায়েই আছে নবীজির সুন্নত। “নবীজির সংসার”বইটি পড়ে জীবনে প্রয়োগের মতো অনেক তথ্যই নতুন করে জানতে পেরেছি ,যেসব তথ্য আগে অজানা ছিল। বইটি পড়ে নবীজিকে ভিন্ন আঙ্গিকে চেনার সু্যোগ হয়েছে আলহামদুলিল্লাহ।
▪️বইটি কেন পড়বেন❓
🔻স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহারের পন্থা জানার জন্য।
🔻উত্তম পিতা হওয়ার পন্থা জানার জন্য।
🔻 নাতিনাতনি দের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠার জন্য।
🔻 আত্মীয়দের কাছে প্রিয় ব্যক্তি হওয়ার জন্য।
🔻 প্রতিবেশীদের সাথে সর্বোত্তম ব্যবহারের পন্থা জানার জন্য।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?