নাম : দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর
লেখক : কেইগো হিগাশিনো
অনুবাদক : আমিনা মীম, এম এস আই সোহান
প্রকাশনী : ভূমিপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ২৩৯
আতসুয়া, সোতা আর কোহেই—তিন বন্ধু; গভীর রাতে ডাকাতি করে ফেরার পথে বাধ্য হয় “নামিয়া জেনারেল স্টোর” নামে এক পরিত্যক্ত স্টেশনারি শপে আশ্রয় নিতে। কিন্তু সেই রাতে শপের মেইল স্লটে আসে একটি রহস্যময় চিঠি! প্রেরক নামিয়া জেনারেল স্টোরের কাছ থেকে তার ব্যক্তিগত এক সমস্যার সমাধান চাইছে। নিতান্ত কৌতূহলের বশেই তারা চিঠির উত্তর লিখে পাঠিয়ে দেয়। শুরু হয় চিঠি আদান-প্রদানের এক অভূতপূর্ব অধ্যায়। কোনো চিঠির প্রেরক আত্মদ্বন্দ্বে ভুগছে, কেউ বা সিদ্ধান্তহীনতায়, আবার কেউ হতাশায়। সবাই চায় সমাধান।
আপাতদৃষ্টিতে জীবনের সমাধানগুলো স্পষ্ট মনে হলেও সেগুলো কি আসলেই খুব সহজ? কারো ছোট্ট এক প্রভাব হয়তো অন্য কারো জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে, আবার কোনো এক সামান্য সিদ্ধান্তও সারাজীবনের আফসোসে রূপ নিতে পারে। নানা ঘাত-প্রতিঘাতে জর্জরিত তিন ধরনের মানসিকতার তিন বন্ধু পারবে কি সঠিক সমাধান দিতে নাকি জন্ম দেবে আরও সমস্যার? চিঠিগুলো আসার কারণই বা কী? Credit : Rafia Rahman
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?