তৃষ্ণা মেটে না মোর (pdf short available on internet)
লেখক : মুহিব খান
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : ইসলামী সাহিত্য, কবিতা
পৃষ্ঠা : 72, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849385908, ভাষা : বাংলা
সব গ্রন্থের ভূমিকা লাগবেই—এমন কোনো নিয়ম নেই। সব অনুভূতির সব ব্যাখ্যা সবার জানতে হবেই—এমনও কোনো কথা নেই। কবিতা কোনো দায় নয়, দায়মুক্তি। কিছু কবিতা নিতান্তই স্বগতোক্তি। এর আগে বা পরে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই । থাকতেও নেই । কবিতা কবিতাই ।
এ বইয়ের পঞ্চাশটি কবিতার তিনটি অনেক আগের লেখা, বাকি সবগুলো ২০১৯ থেকে ২২-এ। নয়টি কবিতা বিভিন্ন পটভূমির। বাকি ঊনচল্লিশটি কবিতার পটভূমি এক, একান্ত ও চিরদিনের। মানুষ তৃষ্ণায় মরে, কবিরা তৃষ্ণাতেই বাঁচে। কবিরা কবি—তাই।
মুহিব খান, বাগিচা প্যালেস,
যাত্রাবাড়ি, ঢাকা,
কবিতা – তৃষ্ণা মেটে না মোর!…….
কত দিন হল সন্ধ্যে আমার
কত রাত হল ভোর!
তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!
কত নদী কত মোহনা পেরিয়ে চলেছে জীবনতরী!
কত সুধা, কত দুধ-মধু-জাম গিলেছি আঁজল ভরি!
ক্ষুধা মিটে যায়, দেহ বল পায়,
জাগে না প্রাণের জোর!
তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!
কত রোদ কত বৃষ্টি ঝরেছে জীবনের এই পথে!
কুড়িয়েছি কত শত রঙ ফুল কত না কানন হতে!
কেটে গেছে কত প্রহর আমার কাটে না প্রাণের ঘোর তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?