তৃষ্ণা জহির রায়হান pdf download | Trishna By Johir Rayhan Books PDF

Title তৃষ্ণা (উপন্যাস) পিডিএফ
Author জহির রায়হান বই pdf
Publisher অনুপম প্রকাশনী
Quality পিডিএফ / PDF Download
ISBN 9789844042728
Edition 5th Print, 2016
Number of Pages 48
Country বাংলাদেশ
Review & Photo Credit 💕 Ruma Akter

প্রেক্ষাপট

“তৃষ্ণা” জহির রায়হান রচিত একটি অনবদ্য প্রেমের উপন্যাস৷ উপন্যাস টিতে লেখক স্বল্প পরিসরে জাগতিক পৃথিবীর আপাত দৃষ্টিতে নির্মম তবু সহজ সাবলীল দিকগুলো অত্যন্ত নিপুণ ভাবে তুলে ধরেছেন৷ উপন্যাসটির একদিকে রয়েছে মানবজীবনের প্রেমময় মুহূর্ত,কিছু স্বপ্ন ,কিছু আসা,কিছু প্রেম ,কিছু ভালোবাসা ৷অন্যদিকে রয়েছে সমাজের কিছু নিকৃষ্ট তম মানুষের অসামাজিক কার্যকলাপের কাহিনী৷উভয়ের যুগপৎ সম্মেলনে উপন্যাসটি সার্থকতা লাভ করেছে৷

তৃষ্ণা জহির রায়হান pdf download | Trishna By Johir Rayhan Books PDF

কাহিনী সংক্ষেপ

জহির রায়হান রচিত “তৃষ্ণা” উপন্যাসটি মূলত একটি বাসাবাড়িকে কেন্দ্র করে ৷সেই বাসাবাড়িতে রয়েছে অনেকগুলো কক্ষ৷আর তাতে রয়েছে নানারকম মানুষের বাস৷ জুয়াড়ি,শিক্ষক,নাচওয়ালী,কুষ্ঠ রোগী ,মাতাল,বউপেটানী,মাওলানা সাহেব ইত্যাদি৷এখানে বাস করত কেন্দ্রীয় বা মূল চরিত্র শওকত এবং তার সাথে দীর্ঘদিনের পরিচিত মার্থা গ্রাহাম৷

কেন্দ্রীয় চরিত্র শওকত জীবনের মধ্যগগণে এসেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি ৷ সে ছিলো বেকার৷ নিকষ কালো খ্রিষ্টান মেয়ে মার্থার সাথে তার পরিচয় হয় সাত-আট বছর আগে৷এরপর যখন তার বিয়ে হয়ে যায় তারপর তার সাথে শওকতের আর দেখা হয়নি৷ তখন শওকত যে বাসাবাড়িতে থাকতো সাত-আট বছর পর মার্থা একটি ছেলের সাথে ওদের বাসাতেই উঠেছে৷ একসময় মার্থা যার সাথে এই বাড়িতে উঠে সে তাকে রেখে চলে যায়৷

আর ফিরে আসেনি৷তাকে না আসতে দেখে শওকত কৗতুহলবশত তাকে জিজ্ঞেস করলে সে শওকতকে সবকিছু খুলে বলে৷সে জানায় যে সে যার সাথে এসেছে তার সাথে মার্থার বিয়ে হয়েছে এবং সে মার্থাকে খুব ভালোবাসে এবং অন্যান্যরা মার্থার চেহারা ,গায়ের রং নিয়ে ঠাট্টা করলেও সে কখনও হাসি ঠাট্টা করেনি৷বরং তার আর ও প্রশংসা করত এবং খুব ভালোবাসত৷কিন্তু হঠাৎ কোথায় সে চলে গেল ? কেন গেল ? প্রশ্নগুলোর উত্তর সে আজো খুঁজে পায়নি৷সে আল্লাহর কাছে অনেক মানামান্নত করেছে কিন্তু সে আর ফিরে আসেনি৷তার এ বেদনাদায়ক কথা শুনে শওকত ব্যথিত হয়৷মার্থার সাথে শওকতের ভালো সম্পর্ক গড়ে উঠে এবং ধীরে ধীরে তা গভীর হতে থাকে৷ একসময় এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসায়

পরিণত হয়৷জীবনের অনেক চড়াই-উতরাই

পার করা নিকষ কালো এই মেয়েটা শওকতের সাথে নতুন জীবনের স্বপ্ন দেখে৷

একটা পছন্দমতো ঘর, কিছু আশা ,কিছু স্বপ্ন,অনেক ভালোবাসা,আর হয়তো অশেষ দৈন্যে ভরা একটি সুখের সংসার৷কিন্তু জীবন তো আর ফুলের বিছানা নয়,জীবনে চলতে হলে চড়াই-উতরাই পার করতে হয়৷

জীবনে যেমন রয়েছে সুর এবং ছন্দ তেমনি রয়েছে দুঃখ এবং দ্বন্দ্ব

একসময় শওকত আবিষ্কার করে পৃথিবী যেন হঠাৎ অনেক ছোট হয়ে গেছে৷ চিন্তার ধারাগুলো আর বিক্ষিপ্ত নয়,যেন একটা বিন্দুর চারপাশে অস্থিরভাবে ঘুরছে৷

মার্থা আর শওকত একসাথে থাকতো ,খাওয়া দাওয়া করত৷একসময় তারা এ বাসা ছেড়ে অন্য বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়৷ আর সেখানেই খবর পায় একটি দোকানের৷ যেটি কিনতে তাদের তিন হাজার টাকা লাগবে কিন্তু তাদের হাতে অত টাকা নেই৷তখন থেকেই তারা এ স্বপ্নটা থেকে হাজারটা স্বপ্ন বুনতে থাকে৷উচ্চাকাক্ষী শওকত তার স্বপ্ন পূরণে ঘুরেবেড়ায় অনৈতিক কাজের চেষ্টায়৷কিন্তু খারাপ পথে পা বাড়াতে বিবেক বাধা দেয়৷

কিন্তু মার্থা যখন সে যে দোকানে চাকরি করত আর সে দোকান থেকে ঔষধ আর টাকা চুরির কারণে পুলিশের হতে ধরা পরে,তখন. জীবনের পবিতৃষ্ণা থেকে বউ পেটানো মাতাল কেরানীকে আচমকাই খুন করে বসে শওকত ৷আর তখন নাচওয়ালি সেলিনা তাকে নিয়ে পালিয়ে যায়৷ পরদিন তাকে ঘিরে ধরে আইনের আঠারোটি পা৷

তৃষ্ণা পাঠ প্রতিক্রিয়া

মূলত জহির রায়হান রচিত “তৃষ্ণা” উপন্যাসটি আমি প্রথমবার পড়লাম এবং উপন্যাসটি পড়ে আমার খুব ভালো লেগেছে৷এই উপন্যাসের প্রতিটি প্লট বা আখ্যানভাগে প্রতিটি চরিত্রবৈশিষ্টের মধ্যে সুনিপুণ ভাবে তিনি সমন্বয় সাধন করেছেন৷এটি একটি ভিন্নধর্মী উপন্যাস৷এই উপন্যাসে মার্থা নামক নিকষ কালো স্বামী ছেড়ে চলে যাওয়া এক অসহায় নারীর প্রতি কেন্দ্রীয় চরিত্র শওকতের বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার অনবদ্য সম্পর্ক এবং সমাজের নিকৃষ্টতম মানুষ জনের অসামাজিক কার্যকলাপের বিষয়গুলোকে অসাধারণ ভাবে উপস্হাপন করা হয়েছে৷

বইটি সম্পূর্ণ না পড়লে এর রস কখনোই উপভোগ করা সম্ভব নয়৷

আমার মতে পাঠক-পাঠিকাদের একটি ভিন্ন জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য এই বইটি অবশ্যই পড়া উচিত৷

জহির রায়হান এর সংক্ষিপ্ত জীবনী

জহির রায়হান এর সংক্ষিপ্ত জীবনী

বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র জহির রায়হান, যিনি শুধু একজন প্রখ্যাত সাহিত্যিকই নন, একাধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক। তিনি ছিলেন তাঁর সময়ের অন্যান্য সাহিত্যিক ও চলচ্চিত্রকারের তুলনায় অগ্রগামী, যার ফলে তাঁর কাজগুলো যুগে যুগে মানুষের দ্বারা হয়েছে প্রশংসিত ও সমাদৃত। ফেনী জেলার সোনাগাজি উপজেলার মজুপুর গ্রামে এই অসামান্য ব্যক্তি ১৯৩৫ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার নিয়ে তিনি কলকাতায় বাস করলেও ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসেন। 
স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে জহির রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৫৮ সালে এখান থেকে স্নাতক পাশ করেন। অসাধারণ প্রতিভাধর এই সাহিত্যিক সাংবাদিকতায় যোগ দিলেও পাশাপাশি সাহিত্যে মনোনিবেশ করেন এবং জহির রায়হান এর বই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। জহির রায়হান এর বই সমূহ এর মধ্যে ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি অত্যন্ত পাঠকনন্দিত এবং এর জন্য তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার’ লাভ করেন। 
জহির রায়হান এর বই সমগ্র এর মধ্যে আরো রয়েছে ‘আরেক
ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘বরফ গলা নদী’ ইত্যাদি উপন্যাস এবং ‘সোনার হরিণ’, ‘মহামৃত্যু’, ‘জন্মান্তর’, ‘ম্যাসাকার’ ইত্যাদি গল্পগ্রন্থ। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে তিনি তাঁর ভাই শহীদুল্লাহ্ কায়সার-কে খুঁজতে গিয়ে নিখোঁজ হন, এবং এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি কখনো। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর ‘বাংলা একাডেমি পুরস্কার’, বাংলাদেশ সরকারের ‘স্বাধীনতা পুরস্কার।
Some Tag
  • তৃষ্ণা কার লেখা
  • হাজার বছর ধরে উপন্যাস জহির রায়হান pdf
  • সময়ের প্রয়োজনে জহির রায়হান pdf download
  • জহির রায়হান আরেক ফাল্গুন
  • শেষ বিকেলের মেয়ে pdf
  • Zahir Raihan Books
  • আর কতদিন pdf
  • হুমায়ুন আহমেদ সমগ্র

Trisna Novel PDF Read Online

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?