” তুই ভেবে কান্না ছুঁই ” – নামটা খুবই পছন্দ হয়েছে আমার। এবার কবিতার গল্প করা যাক।
এই বইয়ের জীবন জুড়ে ঘটে যাওয়া যুগলের কথামালা, আবেগ, অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতায়,ছন্দে আর কবির চমকপ্রদ বর্ণনায়।
কবিতার বর্ণনাগুলো এতটা সুন্দর, এতখানি হৃদয়গ্রাহী——
” নিজেকে হারিয়ে ফেলি চোরাপথে যদি
তুমুল ঢেউয়ে দিশেহারা হয় জীবন- নদী
ছেড়ো না হাত যেন তুমি কোন ক্ষণে
তোমাকেই পাশে চাই জীবনে মরণে”
কবির বর্ণনায় কবিতাগুলো কখনো থমথমে কখনো না পাওয়া না পাওয়ার আক্ষেপ পুরোটা জুড়েই–
” জয়িতাঃ দূরত্বের অপর নামই তো মায়া। ভালোবাসার সম্পর্কে দূরত্বই কাছে টেনে রাখে।
আকাশঃ তবে কেন সব ভালোবাসা হারিয়ে যায় একদিন।
জয়িতাঃ বেঁচে থাকবে বলে।
আকাশঃ জয়িতা! একটা গান শোনাবে আজ?
জয়িতাঃ ‘ আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণসখা বন্ধু হে আমার!’ “
কবির বর্ননা কখনো একলা বিকেল কখনো বা উদাস দুপুর কখনো আবার গুমোট বিকেল। সেই কথাই কবি কবিতায় বলেন নিজের মতো করে –
” একলা একা গুমোট বিকেল,একলা পাখি
একলা একা উদাস দুপুর, জলজ আঁখি।
একলা একা ধূসর বিকেল, নিঝুম সাঁঝে
একটা পাখি একলা নীড়ের ব্যথার ভাঁজে! “
এই বইয়ের কবিতা গুলোর নাম কি ভীষণ দারুণ! কখনো সেগুলো – ‘ মেনে নিচ্ছি অভিযোগ’, ‘ আমি এক ভুল বই’,’ দূরত্বের অপর নাম মায়া’, ‘পুবের পহর’, ‘যে থাকে মর্মে গভীর ধ্যানে’ নামে। এই নামকরণ গুলি বুঝি কবির আরো একটি চমৎকার দক্ষতা!
এই যে কবি বলছেন বেশ-
” বন্ধু চল, উড়ি ঘাসফড়িংয়ের সাথে,
চল, চা খাই টং দোকানে, লাঞ্চ ইটালিতে
চল, দিগন্তের শেষে বিকেলের পথে
যেথায় মিশেছে আকাশ সবুজের সাথে।
… যা ভালো লেগেছেঃ
কবিতার মেঠোপথ বেয়ে কবি হয়তো বর্ণনার স্রোতে গা ভাসিয়ে ভেসে গেছন বহুদূর। সে ভাসায় কবিতাগুলো এত এত মন কেড়েছে, কবিতাপ্রেমিরা বইটিকে গোগ্রাসেই গিলে ফেলতে পারেন। কিছু বর্ণনা দেখে মনে হয়েছে আরে এটা তো বেশ জীবন্ত! সত্যি আমার ভাবনার সাথে মিলে গেছে। হয়ত আরো ক’জনার মনের সাথেও মিলে যাবে। কবিতাগুলোর ধারণ করবার একটা রেশ কেমন যেন রয়েই গেলো।
…ভালো না লাগার দিকঃ
এই বইয়ে কোন প্রকার প্রিফেসিং নেই। যেটা দেখে আমি পুরোপুরি হতাশ। আমি মূলত প্রিফেসিং আর ফ্ল্যাপ দেখে বই পড়া শুরু করি । মোটের উপর একটা ডিটেইলস ভূমিকা সব বইয়েই যেন থাকে।
ওভারঅল যেটা বলবো বইয়ের কবিতাগুলো সত্যি একেকটার থেকে একেকটা খুবই ভালো লেগেছে। প্রচ্ছদটা দেখেই প্রথমে ভালো লেগে যাওয়ার কথা। সূচিপত্রে ছোট বড় ৬৩ টি কবিতা রয়েছ এখানে। কবিতাপ্রেমী পাঠকরা অনায়েসে বইটি সংগ্রহ করতে পারেন।
ব্যাক্তিগত রেটিংঃ ৮/১০
★ এই বইয়ের ফ্ল্যাপ লিখেছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। বইটি প্রকাশ করেছেন চলন্তিকা প্রকাশনী। বইটির প্রচ্ছদ শিল্পী মাসুম রহমান।
বইটি পাওয়া যাবে রকমারি, দূরবীন, বই নিন , বুকমার্ক, ধী। এছাড়া প্রকাশনীর পেইজে নক দিয়েও সংগ্রহ করা যাবে
বই ছবি ও রিভিউ লেখকঃ
শাহানা মিতু।