ডাবল স্টান্ডার্ড – ৩’ বইয়ের দ্রোহের সাজা থেকে একটুখানি —
ভার্সিটি হাজারও মত-পথের এক জগাখিচুরি । একদিকে ডাইলখোর এসে যেমন হুজুর হয় এখানে । আবার মাওলানা পাশ করে এসে বিড়িও ধরে এখানে । এ এক তেলেসমাতি জায়গা বাপু। ক্যাম্পাসে আবদুল্লাহ উন্দুলুসির বহু মিনিয়েচার পাবেন । সে বহুত বড়ো এক আল্লাহর ওলি ছিলেন । এক খ্রিস্টান নারীর রূপে মজে দ্বীনত্যাগ করলেন । ১০ বছর শূকর চরালেন । মুখস্থ কুরআন ভুলে খেয়ে একটা আয়াত মনে পড়ল ১০ বছর পর । সংবিৎ ফিরে পেলেন৷ তবে ঝামেলাটা হলো, আবদুল্লাহ উন্দুলুসি ছিল খুশনসিব । সবাই ফিরে আসার সুযোগ পায় না । নারীর সান্নিধ্যে আর পুরুষের সপ্রশংস বিহ্বল দৃষ্টি পাওয়ার শ্যাওলায় পিছলে যায় হেথায় কত আউলিয়া । পয়লা পয়লা দাড়িটা একটু ‘ সাইজ’ হয়, এরপর চুলের স্টাইল দৃশ্যমান করতে বিদেয় হয় টুপি । এরপর খ্যাত পাজামার বদলে স্মার্ট জিন্স । নিচে ভাঁজ করা । একদিন ভাঁজ করতে আর মনে থাকে না । প্যাকেট ফুটো হলে চানাচুর মিইয়ে যেতে যতক্ষণ লাগে আরকি ।
আবার উল্টো কাহিনীরও অভাব নেই । কত মদারু, গাঁজারু, নৃশংস ছাত্রনেতা, পাতিনেতারা সব ছেড়েছুড়ে হয়ে গেছে বরফের মতো ঠান্ডা, মাটির মতো নরম, আকাশের মতো উদার, পাহাড়ের মতো অটল ।
“মুমিন নাকে দড়ি দিয়ে বাঁধা উঠের মতো, টেনে নিলে হেঁটে যাবে, বসিয়ে দিলে বসে থাকবে। ”
—————————————
বই: ডাবল্ স্ট্যান্ডার্ড ৩
অধ্যায় : দ্বিতীয় ( দ্রোহের সাজা)
লেখক:ডাঃ শামসুল আরেফীন
প্রকাশক: সুলতানা আখতার
প্রকাশনী: দি পাথফাইন্ডার পাবলিকেশন্স।
মুদিত মূল্য: ৩২০ টাকা
বাইন্ডিং: পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ১৮২