October 4, 2023

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও? | ইসলামী কবিতা

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও?
ঠিক কোন দিক দিয়া বড় হইয়া গেলা এক হাত উঁচা?
ঠিক কোন বুঝে বুঝলা আমার বুঝটা এক্কারে হাঁটুর তলায়?
ঠিক কোন চোখটা বন্ধ কইরা তুমি কইলা আমি এক চোখা?

জুব্বা-বোরকার চাইতে শার্ট-কামিজ, মিসওয়াকের চাইতে টুথব্রাশ,
টুপির চাইতে ক্যাপ, পানির চাইতে টিস্যু- কোন হিসাবে বড় কিছু?

ভোরের আলোয় কার্পেটে বসা রবীন্দ্র রেওয়াজ
বাদ ফজর জায়নামাযে বসা কুরআন তিলাওয়াতের চাইতে
কেমনে অধিকতর মধুর, পবিত্র আর প্রগতিশীল হইলো?

তুমি কবে কোন কল্যাণের দিকে ডাক দিয়া আগায়া গেলা?
যেইখানে প্রত্যেক ওয়াক্তে মিম্বারে মিম্বারে মুয়াজ্জিনের ‘হাইয়া ‘আলাল ফালাহ্’!

তুমি ঠিক কোন দিক দিয়া সুপিরিওর হইয়া গেলা, কও তো দেখি?
ঠিক কোন কারণে পশ্চিমের সূর্যটারে পূর্বের চাইতে বড় ব্যাসার্ধের লাগে?

মানে, কোন হিসাবে? কোন ইতিহাসে? কোন উদ্দেশ্যে?

নাকি আমি ফালসাফা কই বইলা আমার দর্শন নাই?
মুদারাবা, মুশারাকা কই বইলা অর্থের নীতি নাই?
খেলাফত, উম্মাহ কই বইলা রাজ্যের নীতি নাই?
মুয়ামালাত, মুয়াশারাত কই বইলা দুনিয়ায় চলার নীতি নাই?

সব নীতির নীতি ঠিক করনের বর্গা ঠিক কোন নীতিতে লইলা?

ঠিক কোন কারণে তোমারটা বিপ্লব আর আমারটা তান্ডব?

হিরোশিমা, নাৎসি হইতে টুইন-টাওয়ার খালি চোখে দেখবার পারো
অথচ পেটমোটা লেন্সের আতশ দিয়াও দেখা যায় না
সিরিয়া, ইয়ামেন, আরাকান, উইঘুর, কাশ্মীর, ফিলিস্তিন!

ঠিক কোন ডিএনএ-তে প্যাচ লাগোনের লাইগা
আমাগোরে ঠিক আর মানুষ মনে হয় না?
নাকি ইনসানিয়াতের মইধ্যে মানুষ খুইজা পাওন যায় না?

আমারে তুমি স্বাধীনতা দিবা কইয়া বদলাইবার কও
বদলাইয়া যাওনটা আবার কবে স্বাধীনতা হইলো?

নফস আর গাইরুল্লাহর গোলাম হইয়া তুমি স্বাধীন হইবার পারলে
আমি কেন আল্লাহর গোলামিতে স্বাধীন হইবার পারমু না?

কবিতাটি লিখেছেন : Md Fahad Ibna Ilias

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

View all posts by Md Rafsan →