- বই : টাক এভারলাস্টিং
- লেখক : নাটালি ব্যাবিট
- অনুবাদক : ইরাজ উদ্দৌলা দিবাকর
- জনরা : ইয়াং এডাল্ট ফ্যান্টাসি
- প্রচ্ছদ : সজল চৌধুরী
- প্রকাশনী : ভূমিপ্রকাশ
- প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০২০
- পৃষ্ঠা সংখ্যা : ১১২
- মুদ্রিত মূল্য : ১৯০/-
- রিভিউ ক্রেডিট : রাফিয়া রহমান
𝒟𝑜𝓃’𝓉 𝒷𝑒 𝒶𝒻𝓇𝒶𝒾𝒹 𝑜𝒻 𝒹𝑒𝒶𝓉𝒽; 𝒷𝑒 𝒶𝒻𝓇𝒶𝒾𝒹 𝑜𝒻 𝒶𝓃 𝓊𝓃𝓁𝒾𝓋𝑒𝒹 𝓁𝒾𝒻𝑒. 𝒴𝑜𝓊 𝒹𝑜𝓃’𝓉 𝒽𝒶𝓋𝑒 𝓉𝑜 𝓁𝒾𝓋𝑒 𝒻𝑜𝓇𝑒𝓋𝑒𝓇, 𝓎𝑜𝓊 𝒿𝓊𝓈𝓉 𝒽𝒶𝓋𝑒 𝓉𝑜 𝓁𝒾𝓋𝑒.
~ 𝒩𝒶𝓉𝒶𝓁𝒾𝑒 𝐵𝒶𝒷𝒷𝒾𝓉𝓉, 𝒯𝓊𝒸𝓀 𝐸𝓋𝑒𝓇𝓁𝒶𝓈𝓉𝒾𝓃𝑔
ট্রিগ্যাপ গ্রামের দু’টি বহু পুরোনো জিনিস, গ্রাম ঘেঁষা জঙ্গল আর ফস্টারদের কর্টেজ। জঙ্গলও ফস্টারদেরই সম্পত্তি কেননা ট্রিগ্যাপ গ্রামের সূচনায় যে তাদের দ্বারা। নাকউঁচু এই পরিবার থেকে দূরে থাকে গ্রামবাসী। তবে সেই পরিবারে আছে এক আদুরে মেয়ে ❝উইনি❞, মা-দাদীর শাসনে অতিষ্ঠ। মনে মনে ছক কাটে সুযোগ বুঝে পালিয়ে যাবে এই বন্দীশালা থেকে আর এমন কিছু করবে যা পরিবর্তন করে দিবে পৃথিবীকে। কিন্তু ছোট উইনি কীভাবে করবে তা তো নিজেও জানে না।
আর দশটা সাদামাটা দিনের মতো শুরু হলেও শেষ হয় তিনটি ঘটনার মিশেলে। আপাতদৃষ্টিতে ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও যোগসূত্র আছে, ❝ট্রিগ্যাপ ফরেস্ট❞। ছোট্টো উইনিকে পাওয়া যাচ্ছে না! রহস্যময় সুর তুলে আগমন ঘটে ❝টাক❞- পরিবারের সদস্যদের। আশ্চর্যজনকভাবে বহুবছর ধরেও বাড়ছে না তাদের বয়স! জঙ্গলের আশেপাশে হলুদ স্যুট পরা এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাচ্ছে।
পিচ্চি একটা বই তবে কল্পনার মিশ্রণে যে দর্শন লেখিকা বইয়ে তুলে ধরেছেন তার পরিধি কিন্তু বিশাল। লেখার স্টাইল এমন যেন ছোট কোনো বাচ্চাকে গল্প শোনানো হচ্ছে। বেশ সহজবোধ্য লেখনশৈলী।
অমর হতে চায় অনেকেই। কেইবা এই মায়ার জগৎ ছাড়তে চাই? তবে অমরত্ব কি আদোও আশীর্বাদ নাকি অভিশাপ? দু’টো মতই বইয়ে দেখা গেছে আলাদা আঙ্গিকে। পাঠক দেখবে উইনির দৃষ্টি দিয়ে। ছোট উইনি কোন মতকে মেনে নেবে? কেন? যেমনটা অনুমান করেছিলাম, শেষে তেমনটাই পেয়েছি। বইয়ের আরও একটি আলোচ্য বিষয় হলো বর্ণনা। মনে হচ্ছিল যেন আমিই ঘুরে বেড়াচ্ছি ট্রিগ্যাপ ফরেস্টে। অনুবাদ বেশ সাবলীল।
বইয়ের পেজের মান মোটামুটি। বাঁধাই একটু ঢিলা। বানান ভুল কয়েকটা চোখে পড়েছে। প্রচ্ছদটা অনেক সুন্দর। বারবার দেখতে ইচ্ছে করে। কালার কম্বিনেশনটা অদ্ভুত সুন্দর। নামলিপিও দারুণ।
অনেকদিন পর ছিমছাম সুন্দর একটা নোভেলা পড়লাম। বেচারা জেসের জন্য শেষে খারাপই লাগলো। কিন্তু ব্যাঙ রহস্য! মজা পেয়েছি।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?