🌼বইয়ের নাম:জোসনায় নীল আকাশ
🌼লেখক: অসীম হিমেল
🌼প্রকাশনী: প্রসিদ্ধ পাবলিশার্স
🌼মূল্য:দুইশত চল্লিশ টাকা মাত্র
🌼কভার: হার্ড কভার।
বইটিতে দুইটি ভালোবাসার উপন্যাস রয়েছে।
“জোছনায় নীল আকাশ”
“জলজছনায়”
আজকে “জোছ্নায় নীল আকাশ” উপন্যাসটির রিভিউ দিবো।
উপন্যাসটির মূল চরিত্র “জামিল”,এছাড়া শানু ,সুইটি , জামিলের মা,জামিলের ভাইপো টাবলু ও ফয়সাল চরিত্রগুলো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
🌸বইয়ের থেকে:
অত্যন্ত ভবঘুরে ছেলে জামিল। বেকারত্ব জীবনে একটা টিউশনি ছাড়া কোনো কাজ’ই ছিলো না তার।সারাদিন শানু কে নিয়ে ভাবত,কল্পনা করত।তার কল্পনার সবটা জুড়ে শানু ছিল।দিনের বেশিরভাগ সময় কল্পনায় বিভোর থাকত সে। একতরফাভাবে অপ্রকাশ্যে কেউ কাউকে এত ভালোবাসতে পারে তা জামিলকে না দেখলে বুঝাই যেত না।সেই সময় টা ছিল চিঠির যুগ।সবার হাতে হাতে মোবাইল ফোন ছিল না।জামিল শানু কে নিয়ে অনেক চিঠি লিখেছে অথচ তা কোনোদিন শানু অব্দি পৌঁছায়নি। জামিলের একমাত্র স্টুডেন্ট সুইটি নিঃস্বার্থ ভাবে জামিল ‘কে ভালোবেসে গেছে। হঠাৎ জামিলের জীবন এলোমেলো হয়ে যায়। আচ্ছা জামিল কি শানু কে কখনো তার মনের কথা বলতে পারবে?শানু কি জামিলকে ভালোবাসে?সুইটির কি হয়েছিল? ফয়সাল ভাই কে?জানতে হলে পড়তে হবে।
“জোছনায় নীল আকাশ” একটা ভালোবাসার উপন্যাস।এখানে একতরফা ভালোবাসায় অপ্রাপ্তির মাঝে জামিলের প্রতিষ্ঠিত হওয়ার গল্প।সত্যিকারের ভালোবাসা’রা কেন পূর্ণতা পায় না?যে যাকে ভীষণ করে চায় সে কেন তাকে হারায়?
🌸ব্যক্তিগত রেটিং:৯/১০
Leave a comment