- বই : জাপানের পুরাণ : কামি পৰ্ব
- লেখক : মো. ফুয়াদ আল ফিদাহ
- প্রকাশনী : বিবলিওফাইল
- মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
- পৃষ্ঠা সংখ্যা : ৪০০
- Review Credit : Rehnuma Prapty
পুরাণ নিয়ে আগ্রহ বরাবরই বেশি। হোক সেটা মিশর, গ্রিক কিংবা হিন্দু পুরাণ। তবে মিশর, গ্রিক, হিন্দু পুরাণ নিয়ে যতোটা আলোচনা হয় ততোটা অন্যান্য পুরান নিয়ে তেমন হয়না। গত বছর চীনের পুরাণ বিষয়ক বই ❛চৈনিক পুরাণ❜ পড়েছিলাম। বেশ ভালো লেগেছিল।
জাপানের পুরাণ নিয়েও তেমন বই বা আলোচনা হয়না। বিবলিওফাইল প্রকাশনী তাই জাপানের পুরাণ নিয়ে কাজ করেছে। পুরাণ বিষয়ক বই আবার জাপানের এইটুক দেখেই আগ্রহ হয়ে গেছে। তাই প্রি-অর্ডার করেছিলাম। প্রথম ৫০জন প্রি-অর্ডারকারীর জন্য ছিল বইয়ের সাথে জাপান সহায়িকা এবং লেখকের তরফ থেকে সারপ্রাইজ। আজকে বইটা হাতে পেয়েছি।
খুব ভালো লেগেছে বইটা দেখে। প্রোডাকশন ভালো ছিল। লেখকের তরফ থেকে নিজের নামের কাস্টমাইজড বুকমার্ক ছিল সারপ্রাইজ গিফট। বেশ পছন্দ হয়েছে।
বইয়ের ফ্ল্যাপ থেকে:
ইজানামি আর ইজানাগি…নাম দুটো জানা আছে তো? কিংবা আমাতেরান্ড ও শুশানো-ও?
নেই? থাক, না জানলেও অসুবিধে নেই কোনো। জানাবার জন্য আমরা তো আছিই!
সূর্যোদয়ের দেশ নামে অধিকতর খ্যাতু জাপান, এশিয়ার হাতেগোনা কয়েকটি প্রভাবশালী দেশের মাঝে অন্যতম। স্বভাবতই, সাংস্কৃতিক দিক থেকেও তারা পিছিয়ে নেই; আর যেখানে রয়েছে সুপ্রাচীন সভ্যতা, সেখানেই রয়েছে পৌরাণিক কাহিনি!
জাপানের পুরাণ নিয়ে এদেশে খুব একটা কাজ হয়নি। বললেই চলে। অথচ দেশটির পুরাণ যেমন আকর্ষণীয় তেমনই আকৃষ্ট করার মতো। সেই ঘাটতি পূরণ করার জন্যই বিবলিওফাইলের নিবেদন এই বই…..
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?