সবুজ কাননের প্রান্ত ছুঁয়ে এঁকেবেঁকে বয়ে যাবে শ্বেতশুভ্র দুধের নদী। তারই পারে দাঁড়িয়ে অনাবিল সুখের আমেজে আমি হাসব কেবল⸺চির অমলিন এই হাসিতে আমি খুঁজে পাব আমার জীবনের পরম সাফল্যের অনুভূতি। কারণ আমি জানি, আমার রব রাজি আছেন আমার প্রতি। বরং আমার এই হাসিতে তিনিও খুশি। সেদিন আমার রব কথা বলবেন আমার সাথে; বলবেন : বান্দা আমার! তোমাকে আমি ভালোবাসি। সেখানে প্রিয়নবি মুহাম্মাদে আরাবির সঙ্গেও দেখা হবে। ফলভারে আনত চিরহরিৎ বৃক্ষরাজির মধুর ছায়ায় বসে কথা বলব আমরা⸺যেন যুগ-যুগান্তরের বন্ধুত্ব আমাদের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
.
চিরসুখের এই দেশে রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই⸺আছে কেবল সুখ, শান্তি আর আনন্দের প্রবহমান ঝরনাধারা।
–
জান্নাতে একদিন
লেখক: ড. মুস্তফা হুসনি
প্রকাশনী: Ruhama Publication
Leave a comment