- জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৬০ সাহাবী
- লেখক : আবূ রুমাইসা মো: নূর—এ—হাবীব
- প্রকাশনী : আলোকিত প্রকাশনী
- বিষয় : সাহাবীদের জীবনী
- পৃষ্ঠা : 352, কভার : পেপার ব্যাক
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৬০ সাহাবী- আমরা সর্বাগ্রে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, যার দয়ায় তিনি দুনিয়াতে যাদের প্রতি সন্তুষ্ট তাদের মধ্য থেকে ৬০ জন সাহাবীর সংক্ষিপ্ত জীবনী আমরা পাঠকদের হাতে তুলে দিতে পারছি, যেই ৬০ জনের ব্যাপারে দুনিয়াতেই রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
আসলে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা অনেক যেমন বদর যুদ্ধের সমস্ত সাহাবী জান্নাতী, সকল শহীদ সাহাবী জান্নাতী, হুদাইবিয়া ও বাইয়াতে রিযওয়ানে অংশগ্রহণকারী সকল সাহাবী জান্নাতী, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী তথা মুমিনদের মা সকলেই জান্নাতী, সে হিসেবে বলা যায় হাজার হাজার সাহাবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের ছাড়াও নাম ধরে ধরে কিছু সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেমন এক হাদিসেই ১০ জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যারা আশারায়ে মুবাশশারা হিসাবে আমাদের সবার কাছে চির পরিচিত হয়ে রয়েছে, এছাড়াও অসংখ্য হাদীসে আরও অনেক সাহাবিদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই হাদীসগুলো যতটা সম্ভব একত্র করেছেন লেখক আমাদের প্রিয় ভাই আবু রুমাইসা মো: নুর-এ হাবীব।
পরবর্তীতে বইয়ের সম্পাদক শাইখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী (হাফি.) এবং আলোকিত প্রকাশনী টিমের যৌথ প্রচেষ্টায় বইটিতে প্রায় দ্বিগুণ তথ্য সংযোজিত হয়েছে যা পাঠকদের জন্য খুবই উপকারিতা বয়ে আনবে ইন শা আল্লাহ,
সেই সাথে পাঠকেরা একই বইতে লেখক, সম্পাদক, প্রকাশক টিমের তিন রকমের লেখনীর স্বাদ উপভোগ করতে পারবেন ইন শা আল্লাহ। সাহাবীদের বিষয়ে অথেনটিক বই একেবারেই নেই বললেই চলে সেই যায়গা থেকে বইটা এই বিষয়ের কিছুটা অভাব পূরন করবে বলেই আমরা আশা রাখি ইন শা আল্লাহ।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?