বর্তমান বইটি ১৪টি স্বতন্ত্র নিবন্ধের সমষ্টি। এর আগে নিবন্ধগুলাে মানব উন্নয়ণ জার্নাল, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক অগ্রপথিক, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, সাপ্তাহিক বিক্রম, দৈনিক আলমুজাদ্দেদ সহ বিভিন্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি নিবন্ধ স্বতন্ত্র বিধায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু পুনরুক্তি ঘটেছে। অবশ্য ক্ষেত্রবিশেষে প্রকাশিত নিবন্ধগুলাের কিছুটা সম্পাদনাও করা হয়েছে। বস্তুতঃ আলােচনার মূল প্রতিপাদ্য বিষয়গুলাে বিভিন্ন আঙ্গিকে নিবন্ধগুলােতে আলােচিত হয়েছে।
জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা Free Pdf Download
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?