জলকন্যা বইটি কেন পড়বেন? : হুমায়ুন আহমেদ | Jolkonna By Humayun Ahmed Books

  • বইঃ জলকন্যা
  • লেখকঃ হুমায়ুন আহমেদ
  • ধরণঃ গল্পগ্রন্থ
  • গল্পসংখ্যাঃ ১৩
  • প্রকাশনীঃ সময় প্রকাশন
  • প্রচ্ছদঃ সময় মজুমদার
  • মুদ্রিত মূল্যঃ ১২০ টাকা

বিশ্ববিদ্যালয় ছাত্রী বিনু। বাবা তার ভীষণ রাগী মানুষ।ওনার রাগের একটা উদাহরণ শোনেন, বিনুর ভাই একবার বন্ধুর বাড়িতে ডিনারে গিয়ে ফিরতে দেরি করলে, তাকে মাঝরাতে উঠিয়ে বাড়ি থেকে বের করে দিতে উদ্যত হন বিনুর বাবা। কিন্তু বিনুর দাদীর জন্য সেদিন সে বেঁচে যায়। এবার বিপত্তি ঘটলো বিনুর। সে মুখরক্ষা করতে গিয়ে তার বান্ধবী মনিকার জন্মদিনে যাবার জন্য হ্যাঁ বলে দেয়। দাদীর সুপারিশে বাবার থেকেও পেয়ে যায় অনুমতি। কিন্তু যখন সে মনিকার বাড়িতে যায় তার সকল কিছুই পাল্টে যায়। বাবার ভয়ে যে মেয়েটি সবসময়ই কুঁকড়ে থাকে, সে মেয়েটি কিভাবে হয়ে উঠলো জলকন্যার মতো স্বতঃস্ফূর্ত। এই নিয়েই বইটির টাইটেল স্টোরি “জলকন্যা “।

এছাড়াও বইটিতে পাপ, সংসার, ব্যাধি, জনক, চোর, শৃঙ্খলা, কবর, একজন সৌখিনদার মানুষ, আঙ্গুল, ছুনুমিয়া এবং চোখ এর মতো ১৩ টি গল্প রয়েছে।

তবে বইটির পাঠক হিসেবে ” পাপ” গল্পটি আমার সবচেয়ে ভালো লেগেছে। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প আমরা যারা পড়েছি সেখানে আমরা গ্রামের সাধারণ মানুষরা যুদ্ধে বিপর্যস্ত মানুষকে সাহায্য করতে দেখেছি কিংবা পড়েছি। এই গল্পটিতেও এমনই একটি সাহায্যের গল্প ফুটে উঠেছে। কিন্তু সাহায্য করা তো পূণ্যের কাজ সেটি পাপ কেনো হবে? কি ছিলো সেই পাপটি?

হুমায়ূন আহমেদ স্যার এর গল্পগ্রন্থগুলো আমার বেশ ভালোই লাগে। একটা অবসর বিকেলে চা এর কাপে চুমুক দিতে দিতে গল্পগুলোর আনন্দ লুফে নেওয়া যায়।

শিমুল চৌধুরী
১৭ জৈষ্ঠ্য, ১৪২৯ বঙ্গাব্দ
#টিম_অগ্নিবীণা_০৫

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?