জম’ঈয়তে আহলে-হাদীস কি ইখওয়ানী জামায়াতের অন্তর্ভুক্ত?

▌জম’ঈয়তে আহলে-হাদীস কি ইখওয়ানী জামায়াতের অন্তর্ভুক্ত? 
.

আমাদের কিছু ভাই দাবি করছে যে, এখানকার জম’ঈয়তে আহলে-হাদীস এর সম্পর্ক রয়েছে কুয়েতের ইহহিয়াউত তুরাসের সাথে যারা কিনা একটা পথভ্রষ্ট জাম’আত! বলা বাহুল্য যে অনেক (সালাফী) উলামা ইহহিয়াউত তুরাসের রদ করেছেন। অথচ জম’ঈয়তে আহলে-হাদীস তাদের (তুরাসের) মুখাপেক্ষী এবং তাদের সঙ্গ দিয়ে থাকেন — এসব কথা সত্য কিনা এবং 
ইহহিয়াউত তুরাসের ব্যাপারে কিছু বলুন।
.
“আমাদের এখানকার কিছু ভাই যারা এরকম কথাবার্তা বলছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহর জন্য উম্মতের ভেতরে আর দলাদলি ও বিছিন্নতার চেষ্টা করিও না। উম্মতের ভেতরে এই মুহুর্তে 
যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো আরও বাড়িয়ে তোলার চেষ্টা করিও না। জম’ঈয়তে আহলে-হাদীস না ইখওয়ানী জাম’আত, না জাম’আতে ইসলামী, আর না 
তাদের ভেতরে এই ধরনের মানহাজগত বিচ্যুতি পাওয়া যায় (যেমনটি ইখওয়ানীদের ভেতরে রয়েছে)। তাদের (জম’ঈয়তের) কোন ব্যক্তির ভেতরে যদি (মানহাজগত) কোন ত্রুটি পরিলক্ষিত হয় সেটা ব্যক্তির নিজস্ব বিচ্যুতি,  
জম’ঈয়তের নয়। জম’ঈয়তের কেউ যদি ইহহিয়াউত তুরাসের থেকে কোন সাহায্য নিয়ে থাকে তবে সেটা কেবল সামাজিক ও অর্থিক সাহায্য নিচ্ছে , তাদের মানহাজকে গ্রহণ করছে না, আর না তাদের কর্মনীতিকে নিজেদের ভেতরে অন্তর্ভুক্ত করছে। এখন আপনি যদি আরও পেছনে ফিরে যান তাহলে দেখবেন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের দা’ওয়াত গ্রহণ করতেন, তারা উনার মজলিসে এসে বসতো, তিনি তাদের থেকে কর্য নিতেন — তারমানে আমাদের গলার আওয়াজ কি ওই পর্যায়ে চলে যাবে যে আমরা আল্লাহর রাসূলের নিন্দা করা শুরু করব? নাঊযুবিল্লাহি মিন যালিক। এটা একদমই ভিত্তিহীন বিষয় যা আমাদের এই ভাই লিখেছেন, আল্লাহ্ তাকে হিদায়াত দিন, আল্লাহ্ সবাইকে বিশুদ্ধ আমল করার তাউফীক দান করুন। আমীন।
আর আমি আমাদের যুবকদের অনুরোধ করব, সর্বাবস্থায় উলামাদের সাথে, বিশেষ করে বড়ো (কিবার) উলামাদের সাথে থাকো।  যদি মৌলিকভাবে তাদের কারো ভুল-ত্রুটি হ’য়েও থাকে, সেজন্য তাদের থেকে নিজেকে আলাদা করে নেয়া; এটা খারিজীদের কর্ম। তাদের উপর আপত্তি করা, তাদের উপর আঙ্গুল উঁচু করা — এটা খারিজীদের কর্ম, এটা ইসলাহ (সংশোধন) এর পদ্ধতি নয়। হযরত উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কিছু ভুল-ত্রুটিকে কেন্দ্র করে যখন খারিজীরা হৈ-হুল্লোড় শুরু করে তখন কিছু সাহাবী তাদের (খারিজীদের) ধোঁকায় পড়ে যায়, তদ্ধান্তে হযরত সাওবান (রাদ্বিয়াল্লাহু আনহু) উনার ভুল-ত্রুটির উপর আপত্তি তোলেন, কিন্তু তারমানে এই নয় যে তারা খারিজীদের সঙ্গ দেন। বরং তারা উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথী ছিলেন। তো, আপনার যদি জম’ঈয়তের কোন কথা, কোন কর্মনীতি বা তরিকার উপর আপত্তি থেকে থাকে তবে আপনি সেটা ইসলাহ (সংশোধন) করবার চেষ্টা করুন, তাদের বিরুদ্ধে আপনি একটা মতবাদ বা গোষ্ঠী দাঁড় করিয়ে ফেলবেন না।”  
.
— মূল: শাইখ মাক্বসুদ-উল হাসান আল-ফাইজী (হাফিযাহুল্লাহ)
.
—- অনুবাদক: আখতার বিন আমীর।
.
— গৃহীতঃ 
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?