- বই : ছদ্মবেশী প্রগতিশী
- লেখক : শরীফ মুহাম্মদ
- প্রকাশক : রাহনুমা প্রকাশনী
- পৃষ্ঠাসংখ্যা : ১৯০
- মুদ্রিত মূল্য : ২৪০
দেশের ভেতরের কথিত সেক্যুলার ও বামপন্থিদের ইসলাম-এলার্জির বিশ্লেষণ এ বইয়ের মূল প্রতিপাদ্য। সেই সঙ্গে একপেশে ও উল্টোমুখী গণমাধ্যমের চরিত্রও কিছু তুলে ধরা হয়েছে বিভিন্ন খবর ও পরিবেশনার আঙ্গিকে। বইটির নাম ‘ছদ্মবেশী প্রগতিশীল’ হওয়ার এই হচ্ছে বড় কারণ। মূলত বইটি পাঠককে পরিচয় করিয়ে দিতে চায় সেক্যুলার সমাজের মুখ ও মুখোশের সাথে এবং তাদের বোঝাবুঝির বাস্তবতা ও দুমুখো কূটচালের সাথে। কেন আমাদের সমাজে বুদ্ধির ভারসাম্য নেই, তাও আপনাকে বোঝাবে এই বই।
পড়তে পড়তে পাঠক হিসেব মেলাতে থাকবেন সমাজের ঘটমান গল্পগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়ার সাথে নিজস্ব ভাবনার। কোথাও রম্যগদ্য পড়ার মতো করে আপনি পড়তে পড়তে হাসবেন, কোথাও থেমে থেমে ভাবতে থাকবেন : এইসব গরল বুদ্ধিজীবী ও বামদের আপনার দেশ ও সমাজ নিয়ে কত রকম অসুস্থ কূটচাল।
বক্ষ্যমাণ গ্রন্থে উঠে এসেছে পুরো দেশের অসংখ্য বুদ্ধিজীবীর সামগ্রিক চিন্তা ও দর্শনের উপর এক স্পষ্ট পরিভাষার বয়ান। দেশ ও জাতি নিয়ে আমার-আপনার সরল ভাবনার বিপরীতে, বুদ্ধিজীবিদের যে গরল ও বক্র ভাবনা, পড়তে পড়তে আপনি নিজেই আনমনে তার ময়নাতদন্ত করতে শুরু করতে পারবেন। আমাদের শিক্ষাব্যবস্থা, সামাজিক ভারসাম্যতা, সাম্প্রতিক রাজনৈতিক জীবন সম্পর্কে প্রগতিশীলদের ভাবনার বিপরীতে সমাজের বাকি দশটা মানুষের যে সরল ভাবনা, তা-ই ফুটে উঠেছে এই বইতে। আপনার বুক ও মুখের সত্য কথাকে আরও নন্দিত উচ্চারনের মাধ্যমে পৌছে দিতেই মূলত এই বইয়ের অবতারণা।
এতে সমসাময়িক ব্যাপার নিয়ে উঠে এসেছে লেখকের এমন সব বুদ্ধিদীপ্ত পাল্টা উত্তর, যা এর আগে আপনার কখনো মনে হয়নি—এরকম হতে পারে ব্যাপারটা! ঘটনার খবর, পরিবেশনার ধরন থেকে বাস্তবতা উপলব্ধি এবং সে বাস্তবতার বিবরণ থেকে দাওয়াহ এটাও এই বইয়ের অন্যতম প্রতিপাদ্য। পাতায় পাতায় ভুয়া প্রগতিশীলদের ছদ্মবেশ খোলার সময় এই বোধ আমার-আপনার ভাবনার দরোজায় কড়া নাড়তে বাধ্য।
আধুনিক সময়ের বাঙালি আলেম চিন্তকদের মধ্যে শরীফ মুহাম্মদ এক অগ্রগণ্য নাম। তার চিন্তার দূরদর্শিতা ও গদ্যের মাধুর্য যে কাউকেই দীর্ঘ দিন ধরে রাখতে সক্ষম। অতি কঠিন কথাটি, সহজ করে বলার যে ভাষা, তা তিনি অসাধারণভাবেই হৃদয়ঙ্গম করেছেন এবং এর উপযুক্ত ব্যবহারও করেছেন তার সমস্ত লেখনীতে। এ বইটিও তার ব্যতিক্রম নয়। সমসাময়িক বিষয়ের উপর লেখা নিয়মিত কলাম সংকলন ‘ফিলহাল’ থেকে বাছাই করে, ছদ্মবেশী মুখোশধারীদের মুখের নেকাব সরাতে বইটি আপনার দোরগোড়ায় হাজির ‘ছদ্মবেশী প্রগতিশীল’ নামে।
ছদ্মবেশী ও প্রগতিশীলের সংজ্ঞা বুঝতে এবং সমাজের এইসব মুখোশধারীদের চিন্তার অসাড়তাগুলো জানতে সহায়ক এই বইটি সংগ্রহ করুন। – Credit : Ma Ha