চৌকাঠ পেরিয়ে Bangla Book review ll bookpoint24

 শপিজেন বাংলায় দু’মলাটে আসছে বিশিষ্ট লেখিকা অন্তরা রায়ের গল্প সংকলন ‘চৌকাঠ পেরিয়ে’। শীঘ্রই প্রি বুকিং লিংক চালু হবে।

ছোট বড়ো মিলিয়ে চৌকাঠ পেরিয়ে গল্প সংকলনে রয়েছে পঁচিশখানি গল্প। বর্ণিত হয়েছে সমাজের তথাকথিত বহমান কিছু অভিযোগ যা মোড় ঘুরিয়ে দিয়েছে জংধরা চিরন্তন ভাবনায়। ভ্রান্ত ধারণার শিকল খুলেছে প্রতি পদে। বইটিতে রয়েছে তাদের কথা যাদের আমরা আপাতদৃষ্টিতে মাতাল, চরিত্রহীন পুরুষ বলে থাকি। এছাড়াও রয়েছে রাতের অন্ধকারে হিসহিস করা বিদেহী অনুভূতির প্রকাশ, স্পষ্ট যেন সে; খুব কাছে তার নিশ্বাস প্রশ্বাসের অনুভূতি। অথচ কেউ কোথাও নেই । তবু সে আসে, আছে। বইটির কোনো গল্পে রয়েছে, বাড়ির স্কুলে পড়া মেয়েটি  কিভাবে তার ভালোবাসার জাদু-ছোঁয়ায় সমস্ত সংঘাত পেরিয়ে জুড়ে দেয় বাড়ির বড়দের সংসার। রয়েছে প্রেম, যা চিরন্তন যা অমূল্য। রয়েছে বেশ্যার গল্প। 

ফেলে আসা যন্ত্রণার শেষে মুক্তির আনন্দ। রয়েছে অসীমা, সংযুক্তা, আশীষ, নিকিতার মতো মানুষ। যাদের কেউ মনে রাখতে চায়না, তবু তারা যেন কখন আমার-আপনার গা ঘেঁষে পৌঁছে যায় আগে, সব্বার আগে। রয়েছে হাসির গল্প। সানির ঝাঁ চকচকে স্টিল ফোটো ডিসপ্লে কিভাবে হয়ে যায় দুঃসম্পর্কের রাঙামাসি। থাকছে স্বাধীনতা সংগ্রামের সেই ছেলেটির গল্প, যাকে মলি আগলে রাখতে চেয়েও ইংরেজের গুলি থেকে শেষ অবধি বাঁচাতে পারেনি। মলি কাঁদেনি সেদিন। কুড়ি বছরের বিপ্লবী অনিমেষের মন্ত্রে তার চোখে স্বযত্নে লালন করেছিল আগুনের তেজ।

এমনই নানান গল্পে অচলায়তনকে সময়ের ছন্দে ফেরানোর একান্ত প্রয়াস রয়েছে বইটির বিভিন্ন পর্যায়ে। এখানেই বইটি খানিক স্বতন্ত্র হওয়ার দাবি রাখে। পাঠক-হৃদয় স্পর্শ করতে পারলেই আমার কলম সার্থক হবে।

অন্তরা রায়

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?