বইঃ চন্দ্রাহত
লেখকঃ শানজানা আলম
প্রকাশনীঃ পাললিক সৌরভ
প্রচ্ছদঃ আল নোমান
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
জনরারঃ গল্পগ্রন্থ
রিভিউ লেখনীতেঃ আরফিয়া
মোট ২২ টি প্যারানরমাল স্টোরি নিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থ চন্দ্রাহত। দুই থেকে তিন পেজের ছোট এই গল্পগুলো পড়তে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম আমার ছোটবেলায়।
তখন নানু বাড়ি গেলেই রাতের বেলা ঘুমানোর আগে নানীমনির কাছে আবদার করতাম, গল্প শোনাতে হবে। নানীমনি তার অভিজ্ঞতার ঝুলি খুঁজে অদ্ভুত সব গল্প শোনাতেন। কিছু লোকোমুখে শোনা, তো কিছু তার নিজের প্রত্যক্ষ দর্শনের স্মৃতিচারণ।
সেই মুহুর্তে ওই সব গল্পই আমার কাছে খুবই বিনোদনের ছিলো। একবার শোনার পর বারবার শুনতে চাইতাম।
কিন্তু পরিণত বয়সে এসে সেই গল্পগুলোর কথা ভেবে হাসি পায়। বিজ্ঞান মনস্ক মনটা যুক্তি খোঁজে। তবে কিছু ঘটনা যে যুক্তি দিয়ে খন্ডানোর উপায় নেই।
বিজ্ঞানের গন্ডি পেরিয়ে তেমনি কিছু প্যারানরমাল ঘটনা বর্ণিত হয়েছে চন্দ্রাহত বইটিতে।
যার কিছু হয়তো লেখিকা লোকের মুখে শুনেছেন, কিছু নিজের অভিজ্ঞতা থেকে আবার কিছু তার নিজের কল্পনা।
বইটি পড়তে গিয়ে কিছু গল্পে অনুবাদ এর ফিল পেয়েছি। বিদেশ এর প্লটে লেখা গল্পগুলো খুব সুন্দর অনুবাদ স্টাইলে বর্ণনা করেছেন।
টুইস্টে ভরা হরর, প্যারানরমাল গল্পগ্রন্থটি ছোট বাচ্চাদের পড়ার জন্য দারুণ বই। আজকাল বাচ্চারা গল্প শুনতে কিংবা বই পড়তে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। চন্দ্রাহত পড়ার সময় কেনো যেনো বারবার আমার ছোট বাচ্চাদের কথা মনে হয়েছে। বাচ্চারা এই বইটি বেশি ইনজয় করবে।
যাই হোক, ব্যক্তিগতভাবে বইটি পড়ে আমার ভালো লেগেছে। সহজ, সাবলীল ভাষায় লেখা বইটির মধ্যে কোনো গম্ভীরতা নেই। তাই কঠোর সাহিত্যিক মন নিয়ে এই পড়তে গেলে হতাশ হতে হবে। বইটি পড়তে হবে খোলা মনে, শখের বসে।