Title | চণ্ডাল বই পিডিএফ ডাউনলোড |
Author | মহুয়া ঘোষ এর বই সমূহ |
Publisher | চিরকুট প্রকাশনীর বই সমূহ pdf |
Quality | পিডিএফ | অডিও | ভিডিও | রিভিউ |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 192 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
অঘোরী সন্ন্যাসী৷ যারা জীবন আর মৃত্যুকে দেখে একই দৃষ্টিভঙ্গিতে৷ জাগতিক মায়া, লোভ আর পিছুটান অগ্রাহ্য করে ইন্দ্রিয় আর রিপু জয় করার সাধনায় মত্ত থাকেন তারা৷ শ্মশানে পোড়ানো মৃতদেহের ছাই গায়ে মেখে, নোংরা, পচা বাসী খাবারে জীবন ধারন করে, নগ্ন থেকে এই সন্ন্যাসীরা ন্যুন্যতম জীবনোপকরন থেকে ছেকে নেন তাদের সাধনার মূলমন্ত্র৷ নরমাংস ভোগ আর নরমুন্ডুতে করে মদপান – তাদের ভয়ংকর সাধনার এক অনুষংগ৷ কঠিন থেকে কঠিনতর সাধনা আর তপস্যা করে যান তারা মোক্ষ লাভের আশায়, বর পাবার আশায় স্বয়ং শিবের কাছ থেকে৷
অডিও / ভিডিও
সাধারন মানুষ প্রচন্ড ভয় আর শ্রদ্ধার চোখেই দেখে এই রহস্যময় সাধুদের৷ এর একমাত্র কারন তাদের শব সাধনা সহ অদ্ভুত সব আচার, তাদের জীবনাচরন আর তাদের বাহ্যিক চাল চলন৷ অনেকেই ধরে নেয় এই অঘোরীদের আছে অলৌকিক ক্ষমতা আর কালো জাদুর পারদর্শীতা৷ এইজন্য অনেক মানুষই ধর্না দেয় তাদের মনোবাঞ্ছা পূরনের আশায়; লজ্জাহীন, ছাই মাখা, নোংরা, নরমাংসভোজী, জাগতের মোহ মুক্ত এই সন্ন্যাসীদের কাছে…
প্রতিক্রিয়া
এহেন অঘোরী সাধুদেরই উপজীব্য করে লেখা এক খানা বই – যে বই উপমহাদেশের সাহিত্যের তীর্থস্থান কলকাতা কাঁপিয়ে এখন বাংলাদেশে এসেছে নান্দনিক প্রডাকশনে, রক্ত গরম করা যার শিরোনাম – “চন্ডাল” !! তারউপর আকর্ষণীয় প্রচ্ছদে চন্ডাল রূপে “জেসন মোমোয়া” একেএ “আক্যুয়া ম্যান” একেএ “খাল দ্রোগো”
বইয়ের নায়ক একজন অঘোরী সাধু৷ তার নাম চন্ডাল৷ বেশ জনদরদী এবং শক্তিশালী সন্ন্যাসী৷ তারপরেও কঠিন কঠিন সাধনা আর তপস্যা চালিয়ে যান আরো শক্তির অধিকারী হবার আশায়৷ মোটামুটি আধুনিক কলকাতার একটা শ্মশানে তার হেড অফিস৷ তার দুই জন এসিসট্যেন্ট – চেলা ১ এবং চেলা ২৷ এদের কোন নাম নাই৷ সারা বইয়ে এই চেলারা চেলা নামেই চ্যালচ্যালায়া চইলা গেসে৷ ওই শ্মশানে মড়া পোড়ানোর সময় প্রায়ই ব্যুফের মত অঘোরীরা পোড়া নরমাংস ভক্ষন করেন৷ অবশ্য নায়ক – ‘চন্ডাল এই অখাদ্য কখনো খেতে আসেন নি’৷
বইয়ে চার টা গল্প৷ নানা রকম বিপদে পড়ে সাহায্য চাইতে আসা মানুষদের সাহায্য করতে গিয়ে চন্ডাল কিভাবে নানা বিপদে জড়িয়ে পড়ে এবং নানা তুক তাকের মাধ্যমে কিভাবে সেই বিপদ থেকে নিজে উদ্ধার পায় আর সেই সাহায্যপ্রার্থীদেরও উদ্ধার করে – এই নিয়েই গল্পগুলো৷
তা কেমন ছিল সেই বিপদগুলো? ভয়ংকর ভয়ংকর টাইপের সব বিপদ !! জি বাংলা কিম্বা জি হিন্দি সিরিয়ালে; পারিবারিক হিংসা আর কূটনামির ফলে যে রোমহর্ষক সব বিপদের উদ্ভব হয়; ঠিক সেই রকম সব বিপদ আপদ !!
আর এইসব বিপদে চন্ডাল মাএর নামে ঝাপিয়ে পড়ে আর শুরু হয় ভিলেনদের সাথে চরম একশন৷
আলিফ লায়লা মনে আছে? জাদুকর হামিরা যেমন “চিমা মস্তকিয়া হুল হুল” বলে চিউ চিউ আওয়াজ করে নানান কালারের রশ্মি মারতো; অনেকটা সেইরকম করেই চন্ডালের সাথে ভিলেন তান্রিকদের একশন! সাথে অতিপ্রাকৃতদের আনাগোনা এবং হরর ফ্যান্টাসীর অলৌকিকতা আর ভীতিকর আবহ !!
দু:খের বিষয়, এত ভয়ংকর সব অবস্থার মধ্যে পড়েও একবিন্দু ভয় খেতে পারলাম না !! এক ফোঁটাও না !!
অত্যন্ত দারুন গভীর ব্যাকগ্রাউন্ড সম্পন্ন একটা চরিত্র নিয়ে অত্যন্ত হালকা ধাচের একটা বই !! পুরো বইয়ে শুধুমাত্র তন্ত্র মন্ত্রের তুকতাক আর ঝাড়ফুক !! অঘোরীদের সাধনা,তপস্যা আর মোক্ষলাভের দর্শন এই গল্পে বিন্দুমাত্র স্থান পায়নি।
চন্ডাল শুধুই একজন হরর ফ্যান্টাসী জনরা হতে চাওয়া একটা থ্রিলার বইয়ের চরিত্র মাত্র৷
আমার কষ্টার্জিত টাকার শতভাগ জলে গিয়েছে এই বইটা খরিদ করে৷ চন্দ্রহাস এবং শতী সহস্রাননা’র ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ প্রতিজ্ঞা করছি – প্রচ্ছদ, হাইপ, মার্কেটিং স্ট্র্যাটেজীর ধোকায় পড়ে ওপার বাংলার বই আপাতত আর কিনছি না৷
চিরকুট