ঘুরে দাঁড়াও : লেখক ওয়ায়েল ইব্রাহিম | Ghure Draw By Owayel Ibrahim

(১) ‘আমার স্বামী পর্ন আসক্ত। আমি জানার পর ওয়াদা করেছিল, আর দেখবে না। কিন্তু আমি স্কুলে জব করতে গেলে সে অফিসে যাওয়ার আগে ঠিকই দেখত। দুবছর আগে আমি জব ছেড়ে দিয়েছিলাম। ওকে একা থাকতে দিই না। কিছুদিনের জন্য (পিসিতে) পর্নদেখা বন্ধ হয়। কিন্তু এন্ড্রয়েড ফোন কেনার পর থেকে আবার দেখা শুরু করে। ও আর আমাকে আগের মতো ভালোবাসে না। অন্তরঙ্গ হবার সময় এলে বলে, ‘আমি ক্লান্ত’। রাতে ঘুম হয় না আমার। বিছানায় এপাশ-ওপাশ করে রাত পার হয়। আমি ওকে আর কত পাহারা দেবো? মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। কী করব আমি?’

.
(২) ‘কথাগুলো আমি আগে কাউকে বলিনি। আপনাকেই প্রথম বলছি। ছোটবেলা থেকেই বাবা-মায়ের আদর তেমন একটা পাইনি। তারা দুজনই চাকরি করতেন। আমাকে রেখে যেতেন কাজের মেয়ের কাছে। আমি তাকে আপু বলে ডাকতাম। কিন্তু সে আমার সাথে কেমন যেন আচরণ করত। আমার শরীরের আপত্তিকর সব জায়গায় হাত দিত। তখন যদিও আমি কিছু বুঝতাম না, কিন্তু যতই বড় হচ্ছিলাম ব্যাপারগুলো আমাকে অনেক ভাবাতে লাগল। ষষ্ঠ শ্রেণিতে বন্ধুদের আড্ডায় প্রথম পর্ন সম্পর্কে জানতে পারি। ছোটবেলার না জানা প্রশ্নগুলোর উত্তর পেতেই যেন প্রবেশ করি সেই অন্ধকার জগতে। আমি হারিয়ে যাই সেখানে। নষ্ট হতে থাকি প্রতিনিয়ত। এখন আমার অবস্থা এমন হয়েছে যে, আমি যৌন উত্তেজনাকর কিছু দেখলেও আগের মতো অনুভূতি পাই না। উত্তেজনা অনুভব করি না। আমার মনে হয় ইরেক্টাইল ডিসফাংশন হয়ে গেছে। আমি অনেক ডিপ্রেসড। কী করব কিছুই বুঝতে পারছি না।’
.
কী শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই বর্তমানে অধিকাংশ পরিবারের বাস্তবতা। কারও স্বামী, কারও সন্তান, কারও-বা ভাই—এভাবে আমাদের বহু প্রিয় মানুষ পর্নের ছোবলে আক্রান্ত। নীল জগতের এই ফাঁদে পড়ে আছেন দীর্ঘদিন যাবত। না পারছেন কাউকে বলতে, না পারছেন নিজেকে উদ্ধার করতে। না বলা এই কথাগুলো জমে থাকে শুধু মনের গহীনে। হতাশা হয়ে কুড়ে কুড়ে খায় আমাদের জীবন। 
.
‘ঘুরে দাঁড়াও’ বইটির গুরুত্ব শুধু সেসব হতাশাগ্রস্ত মনই বুঝবে, যারা দীর্ঘদিন যাবত পর্ন আসক্তিতে ভুগছেন, কিংবা যাদের পরিবারের কেউ এই আসক্তির বন্দীশালায় বদ্ধ। এ থেকে উত্তরণের পথ খুঁজে ফিরছেন হন্যে হয়ে। ঘুরে দাঁড়াও মূলত তাদের জন্যই প্রেসক্রিপশন। এর প্রতিটি অধ্যায় একটি সাইকেলের মতো। যে সাইকেলে চড়ে পাঠক আসক্তির কালো জগত ছেড়ে পৌঁছে যাবে নির্মল, সুরভিত জীবনে। যে জীবনে পর্নের ছিটেফোঁটাও নেই, আছে শুধু পবিত্রতার স্পন্দন। খুইয়ে ফেলা নিষ্কলুষ হৃদয় পুনরায় ফিরে পাবে তার আপন ভুবন। 
.
বই: ঘুরে দাঁড়াও
লেখক : ওয়ায়েল ইব্রাহিম
©ওয়াফি পাবলিকেশন
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?