গল্পে গল্পে জীবন সাজাই : মুহাম্মাদ আবদুল আউয়াল | Golpe Golpe Jibon Sajai

  • গল্পে গল্পে জীবন সাজাই
  • লেখক : মুহাম্মাদ আবদুল আউয়াল
  • প্রকাশনী : তারুণ্য প্রকাশন
  • বিষয় : শিশু কিশোরদের বই
  • পৃষ্ঠা : 64, কভার : পেপার ব্যাক
  • ভাষা : বাংলা

রাখালের তাকওয়া

একবার হজরত ওমর (রা.) একটি সফরে গিয়েছিলেন। সফরে থাকাকালীন কোনো এক স্থানে তাঁর ক্ষুধা পেল। হঠাৎ দেখতে পেলেন, এক রাখাল বকরি চরাচ্ছে। তিনি রাখালের নিকট গেলেন। তাকে বললেন, “তুমি কি আমাকে এক পেয়ালা দুধ পান করাবে?” রাখাল উত্তরে বলল, “জনাব, আপনাকে দুধ পান করাতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু এসকল বকরির মালিক তো আমি নই; বরং এগুলোর মালিক অন্য একজন । তিনি আমাকে এখান থেকে কাউকে দুধ পান করানোর অনুমতি দেননি।”
হজরত ওমরের (রা.) অভ্যাস ছিল, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের ইমান ও আমলের অবস্থা যাচাই করতেন। তিনি ওই রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, “আচ্ছা, তুমি আমাকে বকরিটা দিয়ে দেবে? বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেব। এতে আমি দুধও খেতে পারব আবার প্রয়োজনে গোশতও খেতে পারব, টাকাগুলো তোমার উপকারে আসবে। আর যদি মালিক বকরি সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তুমি তাকে বলবে যে, হিংস্র প্রাণী সেটাকে খেয়ে ফেলেছে।”
ওমরের (রা.) কথা শুনে রাখালটি বলল, “হে আল্লাহর বান্দা! তাহলে আল্লাহ কোথায়? আমি যদি এই কাজটি করি তাহলে হয়তো কোনো মানুষ দেখবে না; কিন্তু মহান আল্লাহ তাআলা তো ঠিকই দেখছেন । কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে আমি কী উত্তর দেব?” তখন হজরত ওমর (রা.) বললেন, “তোমার মতো মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে
ততদিন দুনিয়ার কোনো অকল্যাণ হতে পারে না।”
শিক্ষা: তাকওয়াই মানুষকে পাপ থেকে দূরে রাখতে পারে। তাই সুদ-ঘুষ, জিনা-ব্যভিচারমুক্ত সুন্দর সমাজ গড়তে চাইলে তাকওয়া অবলম্বনের বিকল্প নেই । আর আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান ও খোদাভীরুরাই অধিক প্রিয় ও সম্মানিত। হোক সে রাখাল কিংবা অন্য কোনো পেশাজীবি ব্যক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
إن أكرمكم عند الله أتقاكم
“নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে
অধিক তাকওয়াবান । ” যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য গায়েবি খাজানা থেকে রিযিকের ব্যবস্থা করে দেবেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب “যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার মুক্তির পথ খুলে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন, যা সে ধারণাও করতে পারবে না। ” 
গল্পে গল্পে জীবন সাজাই : মুহাম্মাদ আবদুল আউয়াল | Golpe Golpe Jibon Sajai
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?