October 4, 2023

গজদন্তিনী – যোবায়েদ আহসান

•••’একজন ক্যাকাসু’খ্যাত যোবায়েদ আহসান’র নতুন বই•••

#প্রি_অর্ডার_পোস্ট

বই: গজদন্তিনী

লেখক: যোবায়েদ আহসান
প্রকাশনী: নয়া উদ্যোগ
মলাট মূল্য: ৩৫০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২৪৫ টাকা

কাউকে আধ খাওয়া কফি খেতে বলাটা অভদ্ৰতা। অন্তু জেনেশুনেই এই অভদ্রতাটা করলো।
তার উদ্দেশ্য গজদন্তিনীকে বিভ্রান্ত করা।
সুন্দরী তরুণীকে পটাতে হলে প্রথম প্রথম তাকে বিভ্রান্ত করতে হয়। এর ফলে তরুণী ঘন ঘন ভাবতে থাকে – লোকটা এমন কেন ? এতে তরুণীর মস্তিষ্কে নিজের একটা অবস্থান তৈরী করে নেওয়া যায়।
কিন্তু অন্তুর এই চালে গজদন্তিনী মোটেও বিভ্রান্ত হলো না । বরং উল্টো অন্তু নিজেই বিভ্ৰান্ত হয়ে গেলো।
অন্তুর ধারনা ছিলো আধ খাওয়া কফির কাপ অফার করায় রুমকী ছিঃ ছিঃ বলে তার উপর খেপে যাবে ।
কিন্তু বাস্তবে সেটা ঘটলো না।
উলটো রুমকী কফির কাপটা হাতে নিয়ে নির্বিকারভাবে চুমুক দিয়ে কফি খাওয়া শুরু করলো।

অন্তু একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললো- এই মেয়েকে পটানো এতো সহজ হবে না। …

‘গজদন্তিনী’ অন্তু নামের এক তরুনের রুমকী নামের এক গজদন্তিনী তরুনীকে পটানোর গল্প।

অন্তু কি শেষ পর্যন্ত পেরেছিলো গজদন্তুনীকে জয় করতে?

★ডেলিভারি চার্জ ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *